সামাজিক যোগাযোগমাধ্যমেই ভিএআর-এর ব্যাখ্যা জানা যাবে

নিজেদের বিতর্কিত সিদ্ধান্তের কারণে হরহামেশাই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়তে হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ভিডিও অ্যাসিস্ট্যান্ট সিস্টেম (ভিএআর)-কে। যা রোধ করতে ইপিএলে চলতি বছর থেকেই আসছে সেমি অটোম্যাটেড অফসাইড। প্রিমিয়ার লিগের এমন সিদ্ধান্তের কারণ ২০২২ সালের বিশ্বকাপ এবং ২০২৪ ইউরোর মতোই দ্রুত অফসাইডের সিদ্ধান্ত জানানো।

যাতে করে বেড়েছে ভিএআর সংক্রান্ত বিতর্কের সম্ভাবনা। চলতি বছরের জুনে এই প্রযুক্তি ব্যবহার হবে কি না– সেই প্রসঙ্গে বৈঠকে বসেছিল ইংলিশ প্রিমিয়ার লিগের সবগুলো ক্লাব। তাতে সিদ্ধান্ত নেয়া হয়, ইংলিশ প্রিমিয়ার লিগে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি থাকছে। গেল মৌসুমে উলভারহ্যাম্পটনের আপত্তির পর এই নিয়ে বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়।

তবে ভিএআর থাকলেও এবার থেকে আরও কিছুটা স্বচ্ছতা আনতে চায় ইংলিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তাতে বলা হয়েছে, এখন থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন একটি অ্যাকাউন্ট থেকে ভিএআরের নেয়া প্রতিটি সিদ্ধান্তের ব্যাখ্যা তাৎক্ষণিকভাবেই দর্শকদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। ম্যাচের সময়েই ভিএআর হাবের মাধ্যমে এই সিদ্ধান্ত জানাবে ইংলিশ লিগের ম্যাচ সেন্টার।

Exit mobile version