বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত সময় পার করছে ইংল্যান্ড। একের পর এক জয় তো রয়েছে, প্রতিপক্ষকেও দিচ্ছে উড়িয়ে। মঙ্গলবার রাতে অ্যাওয়েতে সার্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।
হ্যারি কেন, নোনি মাদুয়েকে, এজরি কনসা, মার্ক গুয়েহি ও মার্ক রাশফোর্ড গোল করেন।
বাছাই পর্বে ইংল্যান্ড শতভাগ জয় ধরে রেখেছে । পাঁচ ম্যাচের সবকটিতেই জয়। সার্বিয়ার বিপক্ষে গোলের দরজাটা খুলতে দেরি হয়েছে তাদের। তবে যখন পথ চিনে গেছে তখন সে পথে বারবার ঢুকে পড়েছে তারা। ৩৩ মিনিটে প্রথম গোল পায় ইংল্যান্ড। হ্যারি কেনের করা এ গোলের পর ব্যবধান বাড়াতে মাত্র দুই মিনিট অপেক্ষা করতে হয়েছে তাদের। ৩৫ মিনিটে নোনি মাদুয়েকে স্কোরশিটে নাম লিখিয়ে ইংল্যান্ডের জয়র পথটা সহজ করেন।
বিরতির পরপরই আবার গোল হজমের লজ্জায় ডুবতে হয় সার্বিয়াকে। ৫২ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন এজরি কনসা। লম্বা একটা বিরতির পর আবার গোল উৎসব করে ইংল্যান্ড। এবার মার্ক গুয়েহি গোল করেন। এর আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সার্বিয়ার নিকোলা মিলেনকোভিচ।
ম্যাচের অন্তিম সময়ে স্কোরশিটে নাম লেখান মার্ক রাশফোর্ড। পেনাল্টিতে গোল করেন তিনি।
