ম্যাচের আগে অনেক সতর্ক ছিলো বাংলাদেশ। অচেনা প্রতিপক্ষ বলে কোচ সাইফুল বারী টিটু থেকে শুরু করে অধিনায়ক সাবিনা খাতুনসহ দলের অন্য ফুটবলাররাও রয়েসয়ে কথা বলেছেন। শেষ পর্যন্ত দুই প্রীতি ম্যাচের প্রথমটিতে ৩-০ গোলে সহজ জয় পেয়েছে বাংলাদেশ দল।
কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় মিনিটেই লিড নেয় বাংলাদেশ। গোল করেন আফিদা খন্দকার। ম্যাচের ১৬তম মিনিটে ব্যবধান বাড়ান তহুরা খাতুন। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় সাবিনার দল।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে সাইফুল বারী টিটুর মেয়েরা। ৬০ মিনিটে আবারও স্কোরশিটে নাম তোলেন তহুরা। তিন গোলের লিড নিয়েও আক্রমণ কমায়নি বাংলাদেশের মেয়েরা। কিন্তু ব্যবধান বাড়ানো সম্ভব হয় নি। ফলে ৩-০ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে সাবিনা খাতুনদের।