‘সি-গ্রুপ’ চ্যাম্পিয়ন ইংল্যান্ড; তিন ড্র নিয়েও পরের রাউন্ডে ডেনমার্ক-স্লোভেনিয়া

ইউরো ২০২৪

এবারের ইউরো চ্যাম্পিয়নশিপের কোন গ্রুপে গোলের পর গোল করে চলেছে দলগুলো। আবার কোন গ্রুপে গোলের দেখা নেই। এই যেমন সি গ্রুপ। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত একটায় শুরু হওয়া গ্রুপের তৃতীয় ও শেষ রাউন্ডের দুই ম্যাচই গোলশূন্য ড্র হয়েছে।

ইংল্যান্ড-স্লোভেনিয়া ও সার্বিয়া-ডেনমার্কের ম্যাচে কোন দলই স্কোরশিটে নাম তুলতে পারেনি।

তিন ম্যাচ শেষে ৫ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড গ্রুপ সেরা হয়ে রাউন্ড অফ সিক্সটিনে খেলতে যাচ্ছে। আর টানা তিন ড্র’য়ের পরও গ্রুপ রানার্স আপ হয়ে ডেনমার্কও খেলবে পরের রাউন্ডে। আর চার সেরা তৃতীয় হওয়া দলের একটি হয়ে টুর্নামেন্টে টিকে রইলো স্লোভেনিয়াও।

ইংল্যান্ডের কাছে প্রথম ম্যাচে ১-০ গোলে হেরে যাওয়া সার্বিয়া দ্বিতীয় ম্যাচে স্লোভেনিয়ার সাথে ১-১ গোলে ড্র করেছিলো। এক পরাজয় ও দুই ড্র থেকে দুই পয়েন্ট নিয়ে সার্বরা টুর্নামেন্ট থেকে বিদায় নিচ্ছে।

রাউন্ড অফ সিক্সটিনে ডেনমার্ক খেলবে এ গ্রুপের চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে। আর ইংল্যান্ড খেলবে ডি অথবা ই গ্রুপের তৃতীয় হওয়া দলের বিপক্ষে।

Exit mobile version