দু দুটো পেনাল্টি নষ্ট। তারপরও নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে তারা সুইজারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে গেছে। এ নিয়ে স্পেন দ্বিতীয়বারের মতো নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছালো। আগামী বুধবার ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে স্পেন। এদিন তাদের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে জার্মানি অথবা ফ্রান্স।
সুইজারল্যান্ড দারুণ প্রতিরোধ গড়েছিল ম্যাচে। কিন্তু মাত্র পাঁচ মিনিটের এক ঝড়ে তাদের সব প্রতিরোধ ভেঙ্গে যায়। পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার তারা সুইজারল্যান্ডের জালে বল ফেলে। গোলশূন্য প্রথমার্ধের পর ৬৬ মিনিটে অ্যাথেনিয়া ডের ক্যাস্টিলো এবং ৭১ মিনিটে ক্লদিয়া পিনা গোল দুটো করেন।
১৯৯৭ সালে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছিল স্পেন। তারপর ২০১৩, ২০১৭ ও ২০২২ সালে দলটি কোয়ার্টার ফাইনালে উঠলে সেমিফাইালে উঠতে ব্যর্থ হয়েছে।
সুইজারল্যান্ডের প্রতিরোধ সত্ত্বে স্পেন গোলের একাধিক সুযোগ পেয়েছে। দুটো পেনাল্টিও পেয়েছিল তারা। কিন্তু দুইবার তারা তা থেকে কোনো সুবিধা নিতে ব্যর্থ হয়। ২০১৩ সালের পর স্পেন প্রথম দল যারা ম্যাচে জোড়া পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হলো। এর আগে ২০১৩ সালে জার্মানির বিপক্ষে এমন ব্যর্থতা দেখিয়েছিল নরওয়ে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















