সুইস তারকা আর্ডন ইয়াশাভিকে দলে নিল এসি মিলান

ট্রান্সফার উইন্ডো

নতুন মৌসুম শুরুর আগে মধ্যমাঠকে আরও শক্তিশালী করতে বেলজিয়ান ক্লাব ব্রুজের সুইস মিডফিল্ডার আর্ডন ইয়াশাভিকে দলে ভিড়িয়েছে এসি মিলান। ইতালিয়ান জায়ান্টদের সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে যোগ দিয়েছেন ২৩ বছর বয়সী এই খেলোয়াড়

চুক্তির আর্থিক বিবরণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করলেও, ইতালির সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে—এই লেনদেনে মিলান ব্যয় করেছে আনুমানিক ৩৪ মিলিয়ন ইউরো।

এই চুক্তির মাধ্যমে প্রথমবারের মতো ইউরোপের শীর্ষ পাঁচ লিগের কোনো দলে খেলবেন ইয়াশাভি। ২০২৪ সালে ক্লাব ব্রুজে যোগ দেওয়ার পর থেকেই নিজের জাত চেনান তিনি। মাত্র এক মৌসুমেই ৫২টি ম্যাচ খেলে চারটি গোল করেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। পাশাপাশি গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুজের শেষ ষোলোতে ওঠার পেছনেও তার ছিল গুরুত্বপূর্ণ অবদান।

সুইজারল্যান্ড জাতীয় দলের হয়েও চারবার মাঠে নেমেছেন ইয়াশাভি। সেখানেও তিনি নিজেকে মেলে ধরার চেষ্টা করেছেন। এসি মিলানের মত বড় ক্লাবে খেলার অভিজ্ঞতা তার জাতীয় দলের ক্যারিয়ারেও ইতিবাচক ভুমিকা রাখবে বলে মনে করেন ফুটবল বিশ্লেষকরা।

আগামী ২৩ আগস্ট সিরি আ-তে ফিরতি ক্রেমোনেসের বিপক্ষে নতুন মৌসুম শুরু করবে মিলান। গত মৌসুমে নিজেদের স্ট্যান্ডার্ডে না থাকা পারফরম্যান্সের কারণে লিগ শেষ করেছিল অষ্টম স্থানে। এবার সেই হতাশা ভুলে নতুন উদ্যমে শিরোপার পথে এগোতে চায় রোসোনেরিরা।

Exit mobile version