সুপার কাপের ফাইনালে রিয়ালকে পেল বার্সেলোনা

গোলের পর জুডে বেলিংহাম

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা আগেই ফাইনালে খেলা নিশ্চিত করেছে। বৃহষ্পতিবার রাতে শিরোপা লড়াইয়ে তাদের সঙ্গী হয়েছে রিয়াল মাদ্রিদ। মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়ে তারা ফাইনালে উঠেছে। জুডে বেলিংহাম ও রদ্রিগো রিয়াল মাদ্রিদের হয়ে গোল করেছেন। অন্যটি ছিল আত্মঘাতি। আগামী রবিবার মাঠে গড়াবে শিরোপা নির্ধারণী ম্যাচটি।

স্প্যানিশ সুপার কাপে সবচেয়ে সফল দল বার্সেলোনা। সর্বাধিক ১৪বার তারা এই ঘরোয়া শিরোপা জয় করেছে। চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ যে খুব পিছিয়ে তা নয়। তাদের শিরোপা জয়ের সংখ্যা ১৩। বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সামনে এবার সুযোগ এসেছে শিরোপা সংখ্যায় বার্সেলোনার পাশে বসার। গত মৌসুমে এই বার্সেলোনাকে হারিয়ে রিয়াল মাদ্রিদে তেরতম শিরোপা জয় করেছিল। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ফাইনাল মাচে তারা বার্সেলোনাকে বিধ্বস্ত করেছিল। জয় পেয়েছিল ৪-১ গোলে।

এবারেরও খেলা হচ্ছে সৌদি আরবে। ৩-০ গোলের ব্যবধানে জয় পেলেও রিয়াল মাদ্রিদের জন্য ম্যাচটি মোটেও সহজ ছিল না। বরং মায়োর্কা তাদের জন্য লড়াইটি বেশ কঠিন করে তুলেছিল। প্রথমার্ধে রিয়াল মাদ্রিদকে কোনো গোল করতে দেয়নি মায়োর্কা। তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। এর মধ্যে শেষ দুই গোল হয়েছে ইনজুরি সময়ে।

রিয়াল মাদ্রিদ প্রথম গোল পায় ৬৩ মিনিটে। জুডে বেলিংহাম করেন গোলটি। ৯২ মিনিটে আত্মঘাতি গোলের সুবাদে মায়োর্কা দুই গোলে পিছিয়ে পড়ে। আর ৯৫ মিনিটে রদ্রিগো স্কোরশিটে নাম লিখিয়ে রিয়াল মাদ্রিদের জয় নিশ্চিত করেন।

Exit mobile version