ওয়ানডে ক্রিকেট ৪০০ রানের ইনিংস দেখেছে অনেক আগেই। তাছাড়া ৪০০ রান এখন হরহামেশা দেখা যায়। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ড ৪০০ রান করে যে কীর্তি গড়েছে তা এবারই প্রথম। গতকাল বার্মিংহামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে ৪০০ রান করে ইংল্যান্ড ২৩৮ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে। ২৬.২ ওভারে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১৬২ রানে অল আউট হয়।
দলীয়ভাবে ইংল্যান্ড ষষ্ঠবারের মতো ৪০০ রানের ইনিংস খেলেছে। ওয়ানডে ক্রিকেটে এটা ২৮তম চারশ বা চার শতাধিক রানের ইনিংস। তবে ইংল্যান্ড ৪০০ রানের ইনিংস খেলে একটা অনন্য কীর্তি গড়েছে। কোনো সেঞ্চুরি ছাড়াই তারা ৪০০ রান করেছে, যা ওয়ানডে ক্রিকেটে প্রথম। দলের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন জ্যাকব হেথেল, ৮২ রান তার। এর আগের রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার। ২০০৭ সালে সেঞ্চুরিয়নের পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটে ৩৯২ রান করেছিল তারা। সেখানে কোনো সেঞ্চুরিয়ান ছিলেন না।
ইংল্যান্ডের হয়ে সাত ব্যাটার ত্রিশোর্ধ রান করেছে। ওয়ানডে ক্রিকেটের ৫৪ বছর ও ৪৮৮০ ম্যাচের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম ঘটলো।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















