উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নক আউট রাউন্ডের প্লে অফের প্রথম লেগে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। বুধবার রাতে অনুষ্ঠিত অ্যাওয়ে ম্যচে সেলটিককে ২-১ গোলে হারিয়েছে জার্মান ক্লাবটি। আগামী মঙ্গলবার মিউনিখে ফিরতি লেগে মুখোমুখি হবে তারা।
ফিরতি লেগ নিজেদের মাঠে খেলা হওয়ায় সুবিধাজনক অবস্থায় থাকবে বায়ার্ন। তবে এ ম্যাচে সেলটিক ঠিকই তাদের ভয় ধরিয়ে দিয়েছিল। এমনকি ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হলে অবাক হওয়ার কিছু ছিল না। ম্যাচের একেবারে অন্তিম মুহুর্তে ম্যানুয়েল নয়্যার অসাধারণ একটা সেভ না দিলে পয়েন্ট ভাগাভাগি করেই ফিরতে হতো বায়ার্নকে।
জয় পাওয়া এ ম্যাচে বায়ার্ন মিউনিখ উভয়ার্ধে একটি করে গোল পায়। তবে দুই গোলের মধ্যবর্তী সময়ের ব্যবধানটা ছিল খুবই কম। ৪৫ মিনিটে মাইকেল ওলিসার গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বায়ার্ন। বিরতি থেকে ফিরেই আবার গোলের দেখায় পায় জার্মান ক্লাবটি। ৪৯ মিনিটে এ গোলটি করেন হ্যারি কেইন। এ গোলের মাঝ দিয়ে কেইন উয়েফা ক্লাব প্রতিযোগিতায় গোলের সংখ্যা ষাটে উন্নীত করেছেন। এর মাঝ দিয়ে তিনি এ প্রতিযোগিতায় প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে গোলের এ মাইলফলকে পৌঁছালেন।
৭৯ মিনিটে ডেইজেন মায়েদা ব্যবধান কমিয়ে ২-১ করেন।
সৌভাগ্য বায়ার্নের। একটা পেনাল্টি হজম থেকে রক্ষা পেয়েছে তারা। ৫৭ মিনিটে পেনাল্টি শঙ্কায় পেয়ে বসেছিল তাদের। তবে রেফারি ভিএআর দেখে সে সিদ্ধান্ত থেকে সরে আসেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















