দূর্দান্ত সময় পার করছে বার্সেলোনা। গতকাল তাদের খেলা ছিল না। তারপরও তাদের আনন্দের শেষ নেই। তাদের সমর্থকদের আনন্দমাত্রাটা কয়েকগুন বাড়িয়ে দিয়েছে সেল্টা ভিগো। রোববার রাতে লা লিগায় সেল্টা ভিগোকে আতিথেয়তা দিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু তা তাদের জন্য মোটেও স্বস্তির ছিল না। দুই লাল কার্ড খাওয়া রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠের খেলায় ২-০ গোলে হেরে গেছে। তাদের এই হার বার্সেলোনাকে পয়েন্ট টেবিলে স্বস্তি এনে দিয়েছে।
রিয়াল মাদ্রিদের কাছ থেকে আগেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান উদ্ধার করেছে বার্সেলোনা। চির প্রতিদ্বন্দ্বী দলকে এক পয়েন্টের ব্যবধানে পিছিয়ে রেখেছিল তারা। সেল্টা ভিগোর কাছে রিয়ালের হারে সেই ব্যবধানটা বেড়ে এখন চারে দাঁড়িয়েছে। ১৬ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৪০, রিয়াল মাদ্রিদের ৩৬।
লা লিগায় সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। পয়েন্ট হারানো তাদের অনেকটা অভ্যাসে পরিণত হয়েছে। ঘরোয়া লিগে সর্বশেষ পাঁচ ম্যাচে তারা মাত্র একটাতে জয় পেয়েছে। বাকি চার ম্যাচের তিনটিতে ড্র, একটিতে হার।

সেল্টা ভিগোর জয়ের নায়ক ছিলেন উইলট সোয়েডবার্গ। গোলশূন্য প্রথমার্ধের পর রিয়ালের জন্য দ্বিতীয়ার্ধের প্রায় শুরুতে বড় ধাক্কা হয়ে দেখা দেন সোয়েডবার্গ। ৫৩ মিনিটে তিনি গোল করে দলকে এগিয়ে নেন। এই ধাক্কা সামলে উঠতে না উঠতেই রিয়াল দেখা পায় ফ্রান গার্সিয়ার লাল কার্ড। দুই হলুদ কার্ডের কারণে লাল কার্ড দেখেন তিনি।
ম্যাচের শেষ মুহুর্তে এসে আবার লাল কার্ড পায় রিয়াল মাদ্রিদ। ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে আলভারো কারেরাস মাঠ থেকে বহিষ্কৃত হন। এই সুযোগ সেল্টা ভিগো তাদের দ্বিতীয় গোল পায়।
দুর্ভাগ্য রিয়াল মাদ্রিদের। জুডে বেলিংহাম ১৬ মিনিটের সময় দলকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন। আর্ডা গুলেরের কর্নার কিক থেকে উড়ে আসা বলে যে হেড তিনি নিয়েছিলেন তা রুখে দেন সেল্টা ভিগো গোলরক্ষক। দুর্ভাগ্য কিলিয়ান এমবাপ্পের। নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয়েছেন তিনি। তার একটা শট গোলবারের নিচে লাগলেও তা জালে জড়ায়নি। একবার ফ্রি কিক থেকে তাকে গোল বঞ্চিত করেছেন সেল্টা গোলরক্ষক। তার দারুণ ফ্রি কিকটি লুফে নেন গোলরক্ষক।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











