দুর্ভাগ্য রিয়াল সোসিয়েদাদের। দারুণ সম্ভাবনা তৈরি করেও কোপা দেল রে’র ফাইনালে উঠতে পারলে না তারা। রিয়াল মাদ্রিদের কাছে হেরে এবারের কোপা দেল রেতে সেমিফাইনালে শেষ করতে হয়েছে তাদের মিশন। মঙ্গলবার রাতে অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে তারা ৪-৪ গোলে ড্র করেছে। প্রথম লেগের খেলায় ১-০ গোলে হেরে যাওয়ায় ৫-৪ গোল গড়ে পিছিয়ে থেকে তারা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।
নিজেদের সৌভাগ্যবান মনে করতে পারেন রিয়াল মাদ্রিদ। বারবার পিছিয়ে পড়েও তারা খেলায় ফিরেছে। একবার তো দুই গোলের ব্যবধানে পিছিয়ে পড়েছিল। আট গোলের ম্যাচে প্রতিবার এগিয়ে থেকেও হতাশ হতে হয়েছে সোসিয়েদাদকে।
সফরকারী রিয়াল সোসিয়েদাদ ম্যাচের শুরুতেই চমকে দিয়েছিল রিয়াল মাদ্রিদকে। ১৬ মিনিটে অ্যান্ডার বারেন্টঝিয়া সোসিয়েদাদকে এগিয়ে নিয়েছিলেন। ৩০ মিনিটে এনড্রিক সমতা ফিরিয়ে আনেন। ১-১ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে উভয় দল একের পর এক গোল করেছে। ৭২ মিনিটে ডেভিড আলাবার আত্মঘাতি গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল সোসিয়েদাদ। শুধু তাই নয়,৮০ মিনিটে করা মাইকেল ওয়ারজাবালের গোলের সোসিয়েদাদ জয়ের স্বপ্ন দেখছিল। কিন্তু তাদের স্বপ্ন ভঙ্গ হতে সময় লাগেনি। ৮২ মিনিটে জুডে বেলিংহাম সমতা ফেরান। চার মিনিট পর রিয়াল মাদ্রিদ ব্যবধান ৩-৩ করে। ইনজুরি সময়ে সোসিয়েদাদের মাইকেল ওয়ারজাবাল গোল করে আবার দলকে এগিয়ে নেন। ফলে গোল গড় ৪-৪ হয়ে যায়। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৫ মিনিটে অ্যান্তোনিও রুডিগার গোল করে রিয়াল মাদ্রিদকে ফাইনালে তুলে দেন।