সৌদি আরবকে হারিয়ে সেমিতে মেক্সিকো

সৌদি আরবকে হারিয়ে কনকাকাফ গোল্ড কাপ ফুটবলের সেমিফাইনালে পৌঁছেছে মেক্সিকো। শনিবার রাতে অ্যারিজানোতে অনুষ্ঠিত ম্যাচে ২-০ গোলে জয় পায়। মেক্সিকো দুটো গোলই পায় দ্বিতীয়ার্ধে। অ্যালেক্সিস ভেগা ৪৯ মিনিটে গোল করেন। অন্য গোলটি ছিল আত্মঘাতি।

সেমিফাইনালে মেক্সিকো হন্ডুরাসের মোকাবেলা করবে। সেমিফাইনালে ওঠার মাধ্যমে মেক্সিকো শিরোপা জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে গেল। সম্ভাবনা তৈরি হয়েছে রেকর্ড দশম শিরোপা জয়ের।

কোয়ার্টার ফাইনালের জন্য প্রস্তুতির অনুশীলনে মিডফিল্ডার লুইস চাভেজ ইনজুরিতে পড়ায় তাকে এ ম্যাচে বাইরে রাখা হয়েছিল। এছাড়া সিজার মন্তেস ছিলেন বহিস্কৃত। ফলে ১৬ বছর বয়সী গিলবার্টো মোরাকে সুযোগ দেন কোচ হাভিয়ের আগুইরে।

প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। অবশেষে দ্বিতীয়ার্ধের শুরুতে গোলের দেখা পায় মেক্সিকো। ৪৯ মিনিটে ভেগা করেন গোলটি। জাতীয় দলের হয়ে এটা ছিল ভেগার সপ্তম গোল। এ গোলের মাঝ দিয়ে ১৯ ম্যাচে গোল না পাওয়ার হতাশা দূর হয়। ৮১ মিনিটে মেক্সিকোর সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়। এ সময়ে সৌদি আরবের আব্দুল্লাহ মাদু নিজেদের জালে বল জড়িয়ে দেন।

এই হারের মাঝ দিয়ে শেষ হয়ে গেল কনকাকাফ ফুটবলে সৌদি আরবের প্রথম মিশন।

Exit mobile version