ভারতের বিপক্ষে অভিষেক হচ্ছে না ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামের। ১৮ বছর বয়সি এই ফুটবলার সৌদি আরবের ক্যাম্পে যোগ দিলেও অনুশীলনে কোচের মন জয় করতে পারেন নি। ফলে দলের অন্য খেলোয়াড়দের সাথে আর বাংলাদেশে ফেরেন নি ইতালিয়ান লিগের চতুর্থস্তরের দল ওলবিয়া কালসিওতে খেলা এই ফুটবলার।
সৌদি আরবের জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সকাল ৯টা ৩৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায় বাংলাদেশ দল।
১০ মার্চ ইতালি থেকে সৌদি আরবের তায়েফে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছিলেন ফাহমিদুল। বাংলাদেশে তার না ফেরা নিয়ে ম্যানেজার আমের খান জানিয়েছেন, ‘সে ইতালি ফিরে গেছে। আপাতত আর দলের সঙ্গে যোগ দিচ্ছে না।’ বেশি কিছু আর বলতে চাননি ক্লাব ফুটবলে ব্রাদার্স ইউনিয়ন এর এই কর্মকর্তা।