ব্যক্তিগত মাইলফলক সমৃদ্ধ করে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। একের পর এক গোল করে চলেছেন। প্রথম খেলোয়াড় হিসেবে হাজারতম গোলের মাইলফলকের দিকে যাচ্ছেন। কিন্তু দলীয় সাফল্যের খাতা থাকছে ধু ধু মরুভূমি। গত রাতে তার দল আল নাসর সৌদি কিংস কাপ থেকে বিদায় নিয়েছে। আল ইত্তিহাদের কাছে ২-১ গোলে হেরেছে। এই হারের ফলে রোনালদোর দলীয় সাফল্যের খরাটা আরো দীর্ঘায়িত হলো। দিনের হিসেবে ১৬২৩ দিন নতুন ট্রফিশূন্য হয়ে আছেন রোনালদো।
২০২১ সালের মে মাসে সবশেষ ক্লাব ট্রফি জয় করেছিল রোনালদো। সে সময় তার দল জুভেন্টাস কোপা ইতালিয়া জয় করেছিল। তারপর থেকে ট্রফিশূন্যভাবে এগিয়ে চলেছেন রোনালদো। এর মাঝে তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি একের পর এক ট্রফি জয় করলেও রোনালদোর খাতা থেকে গেছে শূন্য।
সর্বশেষ ট্রফি জয়ের পর রোনালদো জুভেন্টাস,ম্যানচেস্টার ইউনাইটেড ও আল নাসরের হয়ে খরা দূর করার চেষ্টা করে গেছেন। কিন্তু সাফল্য তার হাতে এসে ধরা দেয়নি। একেবারেই যে কিছু তার হাতে শোভা পায়নি তা নয়। ২০২৩ সালে আল নাসরের হয়ে আরব চ্যাম্পিয়ন্স কাপ জিতেছিলেন। তবে এটা ফিফা স্বীকৃত নয়, এমনকি আন্তর্জাতিক ফেডারেশনেও এর স্বীকৃতি নেই। এটা একটা প্রীতি ম্যাচ হিসেবে বিবেচিত।
চল্লিশ বছর বয়সী রোনালদো এ পর্যন্ত ৩৪টি ট্রফি জয় করেছেন। পাঁচবার জিতেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি, তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা, দুইবার সেরি আ, দুইবার লা লিগাসহ সহ আরো কিছু ক্লাব ট্র্রফি। তবে এতটা দীর্ঘ সময় কখনো তিনি ট্রফি খরায় থাকেননি।
