সৌদি প্রো লিগে হ্যাটট্রিক করেছেন করিম বেনজেমা। শুক্রবার জেদ্দায় অনুষ্ঠিত ম্যাচ আভার বিপক্ষে আল ইত্তিহাদের হয়ে হ্যাটট্রিক করেন এই ফ্রেঞ্চ তারকা। নিজেদের মাঠের খেলায় ইত্তিহাদ ৪-২ গোলে জয় পায়। সৌদি লিগে এটা বেনজামার প্রথম হ্যাটট্রিক।
প্রিন্স আব্দুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে ম্যাচের ৩৮ মিনিটে বেনজামা প্রথম গোল করেন। পেনাল্টি থেকে এই গোলটি করেছিলেন রিয়াল মাদ্রিদের সাবেক এই খেলোয়াড়। এরপর ৬৭ ও ৬৯ মিনিটে দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন বেনজামা।
বেনজামা তার শেষ দুই গোল করার আগে অবশ্য এক গোলের রূপকার ছিলেন। তার সহযোগিতায় ৫৪ মিনিটে সেই গোলটি করেছিলেন ইগর কোরোনাডো। তার আগে ৫১ মিনিটে কার্ল টোকো ইকাম্বি আভার হয়ে সমতাসূচক গোল করেছিলেন।
আভা সমতা আনার পর দ্বিতীয়ার্ধে বেনজামার করা গোল দুটো ছিল বেশ দর্শনীয়। উভয় গোলই তিনি গোলরক্ষককে ওয়ান টু ওয়ানে পরাভূত করে। ৪-১ গোলে পিছিয়ে পড়া আভার হয়ে শেষ মুহুর্তে ব্যবধান কমান ফাহাদ বিন জুমাহ।
এ জয়ের ফলে লিগে পঞ্চম স্থানে উঠে এসেছে আল ইত্তিহাদ। টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার পর এটা তাদের প্রথম জয়। শীর্ষে থাকা আল হিলাল থেকে তারা ১১ পয়েন্ট পিছিয়ে রয়েছে।
হ্যাটট্রিকের সুবাদে লিগে বেনজামা গোলের সংখ্যা দাঁড়িয়েছে আটে। এগার ম্যাচে তিনি এই আট গোল করেছেন।