সৌদি সুপার কাপের এবারের আসর থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে বড় ধরনের শাস্তির মুখে পড়েছে আল হিলাল। বর্তমান চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও, ২০২৬-২৭ মৌসুমে টুর্নামেন্টে অংশ নিতে পারবে না ক্লাবটি। সেই সঙ্গে গুনতে হবে ৫ লাখ সৌদি রিয়াল (প্রায় ১ লাখ ৩৩ হাজার মার্কিন ডলার) জরিমানা।
শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে সৌদি ফুটবল কর্তৃপক্ষ। তবে আল হিলাল চাইলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে।
ক্লাব বিশ্বকাপে টানা ম্যাচ খেলার ধকল এবং খেলোয়াড়দের ক্লান্তি—এই যুক্তিতে সৌদি সুপার কাপ থেকে নিজেদের সরিয়ে নেয় আল হিলাল। ক্লাব বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছিল তারা, যেখানে হারতে হয় ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেসির বিপক্ষে।
তবে এই কারণ দেখিয়েও রেহাই মেলেনি। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, নির্ধারিত দল অংশ না নিলে শাস্তির বিধান রয়েছে, এবং সেটিই প্রয়োগ করেছে আয়োজক কমিটি।
চলতি বছরের ১৯ থেকে ২৩ আগস্ট, হংকংয়ে বসছে সৌদি সুপার কাপের আসর। সৌদি প্রো লিগ ও কিংস কাপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ—এই চার দল অংশ নেয় টুর্নামেন্টে।
আল হিলাল টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোয়, তাদের জায়গা নিচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী আল আহলি। অন্যদিকে, গত মৌসুমে প্রো লিগ ও কিংস কাপ—দুটিরই শিরোপা ঘরে তুলেছিল আল ইত্তিহাদ। ফলে লিগে তৃতীয় হওয়া দল হিসেবে সুযোগ পেয়েছে আল নাসর।
সূচিঃ ১৯ আগস্ট: আল ইত্তিহাদ বনাম আল নাসর, ২০ আগস্ট: আল কাদসিয়াহ বনাম আল আহলি এবং টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ আগস্ট।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















