স্কটল্যান্ডকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখলো হাঙ্গেরি

সুইজারল্যান্ডের কাছে ৩-১ ও জার্মানির কাছে ২-০ গোলের পরাজয়ে এবারের ইউরোর গ্রুপ থেকেই বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাওয়া হাঙ্গেরি শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে। ম্যাচে যোগ করা সময়ের ১০ম মিনেটে গোল করে গ্রুপে তৃতীয় হওয়া সেরা চার দলের একটি হওয়ার আশা বাঁচিয়ে রাখলো ফেরেঙ্ক পুসকাসের উত্তসূরীরা।

অবশ্য সুবিধাজনক অবস্থায় ছিলো স্কটল্যান্ড। প্রথম ম্যাচে জার্মানির কাছে ৫-১ গোলে উড়ে গেলেও দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে আগে গোল করেও ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে। ফলে হাঙ্গেরির বিপক্ষে তাদের ম্যাচটি ছিলো বাঁচা-মরার। ম্যাচের শুরু থেকে সমানতালে লড়লেও শেষ মুহুর্তের গোলে তাদের হৃদয় ভাঙে।

৮৬ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন কেভিন চোবোথ। যোগ করা সময়ে অর্থাৎ ম্যাচের ১০০তম মিনিটে গোল করে হাঙ্গেরির জয় নিশ্চিত করেন ২৪ বছর বয়সি এই ফরোয়ার্ড।

স্টুটগার্টের এমএইচপি অ্যারেনায় অবশ্য বল দখলে এগিয়ে ছিলো স্কটল্যান্ড। তাদের দখলে ছিলো ম্যাচের ৫৮ শতাংশ বল। কিন্তু অন-টার্গেটে তারা একটি শটও নিতে পারেনি। যেখানে হাঙ্গেরি নিয়েছে পাঁচ শট।

ম্যাচে হারলেও পরিচ্ছন্ন খেলা উপহার দিয়েছে স্কটল্যান্ড। তাদের এক হলুদ কার্ডের বিপরীতে হাঙ্গেরে দেখেছে পাঁচ হলুদ কার্ড। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাঙ্গেরী যতোটা মরীয়া হয়ে খেলেছে স্কটল্যান্ডের ফুটবলারের মধ্যে সেই বিষয়টি ছিলো অনুপস্থিত।

‘এ-গ্রুপ’ থেকে দুই জয় ও ড্র থেকে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলবে জার্মানি। আর এক জয় ও দুই ড্র থেকে পাঁচ পয়েন্ট নিয়ে খেলবে সুইজারল্যান্ড।

Exit mobile version