হাঙ্গেরিকে হারিয়ে ১ম দল হিসেবে ২য় রাউন্ডে জার্মানি

২২ মিনিটে জামাল মুসিয়ালা ও ৬৭ মিনিটে ইলকে গুন্দোয়ানের গোলে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাঙ্গেরিকে ২-০ গোলে হারালো জার্মানি। স্কটল্যান্ডের পর হাঙ্গেরিকে হারিয়ে প্রথম দল হিসেবে রাউন্ড অফ সিক্সটিন বা দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিলো স্বাগতিকরা।

প্রশ্ন উঠতে পারে জার্মানির দ্বিতীয় রাউন্ড কিভাবে নিশ্চিত হলো। উত্তর হলো, এবারের আসরে ছয়টি গ্রুপে অংশ নিচ্ছে ২৪টি দল। দ্বিতীয় রাউন্ডে খেলতে যাওয়া ১৬ দলের মধ্যে ১২ দল হবে প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল। বাকি চার দল আসবে ছয় গ্রুপের মধ্যে তৃতীয় হওয়া সেরা চারটি দল। টানা দুই জয়ে জার্মানি অন্তত গ্রুপে তৃতীয় হওয়া সেরা চার দলের একটি হিসেবে নিজের নিয়ে এসেছে।

অবশ্য রাত একটায় শুরু হতে যাওয়া ম্যাচে সুইজারল্যান্ড যদি স্কটল্যান্ডকে হারিয়ে দেয় তবে ‘এ-গ্রুপ’ থেকে দুই দলের একটি হয়েই দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেবে জার্মানি।

স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মারাত্নক ট্যাকলের মুখে পড়লেও ইনজুরির হাত থেকে বেঁচে যান ইলকে গুন্দোয়ান। ফলে হাঙ্গেরির বিপক্ষে তাকে অধিনায়ক করেই আক্রমণ সাজায় জার্মানি। তার গড়ে দেয়া আক্রমণ থেকেই গোল করেন ২১ বছর বয়সি মুসিয়ালা।

প্রথমার্ধের শেষদিকে রোল্যান্ড সাল্লাইয়ের করা গোল বাতিল হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করায় আর সমতায় ফেরা হয়নি হাঙ্গেরির। উপরন্তু ৬৭ মিনিটে গুন্দোয়ান গোল করে জার্মানদের জয় নিশ্চিত করেন।

Exit mobile version