ম্যানচেস্টার ইউনাইটেড থেকে স্থায়ী চুক্তিতে রিয়াল বেতিসে ফিরছেন অ্যান্টনি । দুই ক্লাব প্রায় ২৫ মিলিয়ন ইউরো (২১.৬৫ মিলিয়ন পাউন্ড) মূল্যে সমঝোতায় পৌঁছেছে।
শুক্রবার পর্যন্ত ধারণা করা হচ্ছিল চুক্তি সম্পন্ন হয়ে গেছে। তবে বেতিস পরে জানায়, তারা প্রস্তাব প্রত্যাহার করেছে। আলোচনার সেই ভাঙন ঘটে মূলত অ্যান্টনির পক্ষ থেকে চুক্তির একটি অংশ পরিশোধ দাবি করায়।
তবে সপ্তাহান্তে আলোচনার টেবিলে ফেরে দুই পক্ষ। ম্যানচেস্টার ইউনাইটেড নিশ্চিত করেছে, সব জটিলতার সমাধান হয়েছে এবং এখন খেলোয়াড়ের মেডিকেল সম্পন্ন করার প্রস্তুতি চলছে।
অ্যান্টনি ২০২২ সালে আয়াক্স থেকে রেকর্ড ৮১.৩ মিলিয়ন পাউন্ড খরচ করে ইউনাইটেডে যোগ দিয়েছিলেন। এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে তাঁর ঝুলিতে আছে ৬২ ম্যাচে ৫ গোল ও ৩ অ্যাসিস্ট। তবে গত মৌসুমে ধারে বেতিসে যোগ দিয়েই ফর্ম ফিরে পান। সেখানে ২৬ ম্যাচে ৯ গোল করে আলো ছড়ান তিনি।
সেই ধারাবাহিকতার পুরস্কার হিসেবেই এবার ফিরছেন বেতিসে স্থায়ী চুক্তিতে। ক্লাব সূত্র জানিয়েছে, সব প্রক্রিয়া শেষ করে সোমবারই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
চূড়ান্ত চুক্তি অনুযায়ী, ট্রান্সফার ফি হবে ২২ মিলিয়ন ইউরো (১৯.০৬ মিলিয়ন পাউন্ড) এবং অতিরিক্ত ৩ মিলিয়ন ইউরো (২.৫৯ মিলিয়ন পাউন্ড) বোনাস হিসেবে যুক্ত থাকবে। খেলোয়াড় নিজে কোনো অর্থ পাবেন না, তবে বিক্রি থেকে পাওয়া অর্থের ওপর ৫০ শতাংশ নেট সেল-অন ধারা রাখা হয়েছে। শেষমেষ স্থায়ী চুক্তিতে রিয়াল বেতিসে ফিরছেন অ্যান্টনি
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















