খুঁড়িয়ে খুঁড়িয়ে প্যারিস অলিম্পিকে নারী ফুটবলের গ্রুপ পর্ব পার করলো ব্রাজিল। গ্রুপের শেষ ম্যাচে স্পেনের কাছে ২-০ গোলে হেরেছে তারা। ফলে গ্রুপ রানার আপও হয়নি সেলেকাওরা। অবশ্য সেরা দুই তৃতীয় দলের একটি হয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ব্রাজিল। সেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ফ্রান্স।
দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না অলিম্পিকে খেলতে আসা ব্রাজিল নারী ফুটবলারদের। ২৫ জুলাই নাইজেরিয়াকে ১-০ গোলে হারিয়ে মিশন শুরু করা দলটা দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে হেরে যায় ২-১ গোলে। আর তৃতীয় ম্যাচে শক্তিশালী স্পেনের কাছে পাত্তাই পেলো না। হারেতে হলো ২-০ গোলে।
প্যারিস অলিম্পিকের নারী ফুটবলে পদক লড়াইয়ে অংশ নেয় ১২টি দল। কোয়ার্টার ফাইনালে অংশ নেয়া আট দলের মধ্যে প্রতি গ্রুপের সেরা দুই দল ছাড়াও জায়গা করে নিয়েছে তৃতীয়স্থানে থাকা সেরা দুই দল ব্রাজিল ও কলম্বিয়া।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















