স্পেনের বিশ্বকাপ খেলা অনেকটা নিশ্চিত
পাঁচ ম্যাচে পাঁচ জয়। আর তাতেই ইউরো অঞ্চল থেকে স্পেনের বিশ্বকাপ খেলা অনেকটা নিশ্চিত হয়েছে। শনিবার রাতে ‘ই’ গ্রুপের খেলায় সাবেক চ্যাম্পিয়ন দলটি জর্জিয়াকে ৪-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বের খুব কাছে পৌঁছে গেছে। এ জয়ের ফলে শতভাগ জয় নিয়ে পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে সাবেক চ্যাম্পিয়নরা। ৫ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১৫। তুরস্ক অবশ্য তদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলে চলেছে। ১২ পয়েন্ট তাদের। শনিবার তারা বুলগেরিয়াকে ২-০ গোলে হারিয়ে পাঁচ ম্যাচে চতুর্থ জয় পেয়েছে।
আগামী মঙ্গলবার চূড়ান্ত হবে ইউরোপীয় অঞ্চলের ‘ই’ গ্রুপ থেকে কোন দলটি সরাসরি বিশ্বকাপে খেলবে। কোন দলটিকে প্লে অফ খেলতে হবে তাও নিশ্চিত হবে এদিন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে এদিন স্পেন ও তুরস্ক মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান থেকে স্পেনকে নড়ানো খুবই কঠিন। কেননা দলটি এ পর্যন্ত পাঁচ ম্যাচ ১৯ গোল করেছে। বিপরীতে তাদের জালে কোনো বল যেতে পারেনি। ফলে শেষ ম্যাচে তুরস্ক স্পেনের বিপক্ষে জয় পেলেও এই ব্যবধান ঘোঁচানো কঠিনই হবে। ফলে তুরস্ককে প্লে অফ খেলতে হবে- এটা অনেকটা নিশ্চিতই।
এ ম্যাচে লামিনে ইয়ামাল, পেদ্রি এবং রদ্রি মাঠে ছিলেন না। ইনজুরির কারণে তারা বাইরে। তবে তাদের অভাব স্বাগতিক দল বুঝতে পারেনি। অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে জর্জিয়ার বিপক্ষে শুরুতেই আক্রমণাত্মক কৌশল নিয়েছিল স্পেন। তার সুবাদে গোল পেতে কোনো সমস্যা হয়নি তাদের।
প্রথমার্ধে স্পেন তিন গোল পায়। জোড়া গোল করেন মাইকেল ওয়ারজাবাল। উভয়ার্ধে একটি করে গোল করেন তিনি। প্রথমার্ধে তিনি পেনাল্টি থেকে গোল করেন। ১১ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করে তিনি দলকে প্রথম গোল এনে দিয়েছিলেন। স্পেনের হয়ে অন্য দুই গোল করেন ফেরান টরেস ও মার্টিন জুবিমেন্দি।
