স্পেনের পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু এলাকা, বিশেষ করে ভ্যালেন্সিয়া প্রদেশ। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৮ জনে। এমন ভয়াবহ পরিস্থিতিতে দেশটির ফুটবল অঙ্গনও গভীরভাবে প্রভাবিত হয়েছে। এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে একযোগে কাজ করছে স্পেনের শীর্ষ ফুটবল প্রতিযোগিতা লা লিগা এবং এর অধিভুক্ত ক্লাবগুলো।
বন্যায় ভ্যালেন্সিয়া প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায়, ভ্যালেন্সিয়া এফসির মাঠ মেস্তায়াকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেখানে সাধারণ মানুষের জন্য সাহায্য ও তহবিল সংগ্রহের কার্যক্রম চালানো হচ্ছে। এ অবস্থায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে ভ্যালেন্সিয়ার লা লিগার ম্যাচটি স্থগিত করা হয়েছে। একই সঙ্গে স্থগিত হয়েছে ভিয়ারিয়াল ও রায়ো ভায়েকানোর মধ্যকার ম্যাচটিও।
লা লিগা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার্তদের সহায়তায় বিশেষ তহবিল গঠন করা হয়েছে, এবং সপ্তাহজুড়ে খেলা চলাকালীন টেলিভিশন সম্প্রচারের মাধ্যমে সাহায্যের আবেদন জানানো হবে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এই তহবিল সংগ্রহের প্রচারণা চালানো হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে লা লিগা এক বিবৃতিতে বলেছে, ‘স্পেনের পেশাদার ফুটবল ক্ষতিগ্রস্ত পরিবার ও নিখোঁজদের প্রতি সহমর্মিতা ও শোক জানাচ্ছে।’
রিয়াল মাদ্রিদ জানিয়েছে, রেড ক্রসের মাধ্যমে তারা এক মিলিয়ন ইউরো বন্যার্তদের সাহায্যে দান করবে। ক্লাবটির বিবৃতিতে বলা হয়, ‘রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশন ও রেড ক্রসের যৌথ উদ্যোগে তহবিল গঠন করে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তা প্রদান করা হবে।’
বন্যার কারণে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন ভ্যালেন্সিয়ায় এ সপ্তাহের কাপ প্রতিযোগিতার সাতটি ম্যাচ স্থগিত করেছে। শিগগিরই এসব ম্যাচের পুনঃনির্ধারিত তারিখ জানানো হবে।