স্বর্ণের আশা বাঁচিয়ে রাখলো আর্জেন্টিনা

মরক্কোর বিপক্ষে বিশৃঙ্খলায় ভরা প্রথম ম্যাচে হেরে অভিযান শুরুর পর কাঙ্ক্ষিত জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা। প্যারিস অলিম্পিকসের পুরুষ ফুটবলে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরাককে উড়িয়ে দিয়েছে হাভিয়ের মাসচেরানোর দল।

বি গ্রুপের এই ম্যাচে চতুর্দশ মিনিটে থিয়াগো আলমাদার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। হুলিয়ান আলভারেজের বাড়ানো বলে ভলিতে গোলটি করেন মিডফিল্ডার আলমাদা। বিরতির আগে হেডে সমতা টানেন আইমেন হুসেইন।

তবে দ্বিতীয়ার্ধে আর সেভাবে লড়াই জমাতে পারেনি ইরাক। ফরোয়ার্ড লুসিয়ানো এমিলিওর কাছ থেকে করা গোলে ৬২তম মিনিটে ফের এগিয়ে যায় অলিম্পিকে দুবারের সোনাজয়ীরা। আর ৮৫তম মিনিটে চমৎকার গোলে ব্যবধান বাড়ান মিডফিল্ডার এসেকিয়েল ফার্নান্দেজ।

নিজেদের প্রথম ম্যাচের শেষ দিকে দর্শকরা মাঠে ঢুকে পড়ায় এবং প্রায় দুই ঘণ্টা বিরতির পর পুনরায় শুরু হওয়া ম্যাচে ২-১ গোলে হেরে যায় আর্জেন্টিনা। সেই ধাক্কা সামলে এই জয়ের পর গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে আর্জেন্টিনা। মরক্কো ও ইরানের মতো মাসচেরানোর দলের পয়েন্টও ৩, তবে গোল ব্যবধানে এগিয়ে তারা।

Exit mobile version