শিরোপা জয়ের আশা খুব একটা না থাকলেও ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন বছরটা দারুণভাবে শুরু করেছে আর্সেনাল। বুধবার রাতে অনুষ্ঠিত ম্যাচে তারা পিছিয়ে পড়ার পরও ব্রেন্টফোর্ডকে অ্যাওয়ে ম্যাচে ৩-১ গোলে হারিয়েছে। গ্যাব্রিয়েল জেসুস, মিকেল মেরিনো ও গ্যাব্রিয়েল মার্টিনেলি আর্সেনালের হয়ে গোলগুলো করেন।
এ জয়ের ফলে আর্সেনাল পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান ভালোভাবে ধরে রেখেছে। ১৯ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৩৯ পয়েন্ট। ১৮ ম্যাচ থেকে ৪৫ পয়েন্ট নিয়ে লিভারপুল রয়েছে শীর্ষে।
ব্রেন্টফোর্ডের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচের আগে একটুও স্বস্তিতে ছিল না আর্সেনাল। কেননা ব্রেন্টফোর্ড পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকলেও নিজেদের মাঠে তারা প্রতিপক্ষকে বেশ নাকাল করে আসছে। এ ম্যাচের আগ পর্যন্ত নিজেদের মাঠে তারা একটা মাত্র ম্যাচে হেরেছে। এদিনও শুরুতে তেমন ইঙ্গিত দিয়েছিল তারা। ব্রায়ানের গোলে ১৩ মিনিটে এগিয়ে গিয়েছিল স্বাগতিক দল।
তবে খুব বেশি সময় এ গোলের বোঝা টানতে হয়নি আর্সেনালকে। ২৯ মিনিটের সময় জেসুস চমৎকার হেডে গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন। বিরতির পরপরই আর্সেনালের সমর্থকদের মন থেকে সব অস্বস্তি উড়িয়ে দেন মেরিনো। ৫০ মিনিটে কর্নার কিক থেকে উড়ে আসা বল ব্রেন্টফোর্ডের ডিফেন্ডাররা ক্লিয়ার করতে ব্যর্থ হলে মেরিনো সুযোগটি কাজে লাগান। ৫৩ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেলি গোল করে সব উদ্বেগ উড়িয়ে দিয়ে আর্সেনালের জয় (৩-১) নিশ্চিত করেন।
এ জয়ের ফলে চেলসি (১৯ ম্যাচে ৩৫) ও নটিংহাম ফরেস্টকে (১৯ ম্যাচে ৩৭) পেছনে ফেলে দ্বিতীয় স্থান ধরে রেখেছে।