স্বাধীনতা কাপ ফুটবলে বড় জয় পেয়েছে রহমতগঞ্জ এমএফএস। ঘটনাবহুল ম্যাচে তারা ৪-১ গোলে হারায় বাংলাদেশ বিমান বাহিনী ফুটবল দলকে। বিজয়ী দল প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল।
বড় ব্যবধানে হারলেও প্রথমে গোলের দেখা পেয়েছিল বিমান বাহিনী। ৩২ মিনিটে জুয়েল রানা দারুণ এক গোল করে দলকে এগিয়ে নেন। সতীর্থের লম্বা পাস থেকে বল ধরে রহমতগঞ্জের আগুয়ান গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি।
তবে বিমান বাহিনীর খেলোয়াড় এ গোলের উৎসব বেশিক্ষণ করতে পারেননি। এগিয়ে যাওয়ার স্বস্তিটাও স্থায়ী হয়নি। পরের মিনিটেই মোহাম্মদ মুরাদের গোলে সমতা ফেরায় রহমতগঞ্জ। শুধু তাই নয়, বিরতির বাঁশি বাজার এক মিনিট আগে সামিন ইয়াসারের গোলে রহমতগঞ্জ এগিয়ে যায়।
বিরতির পরপরই রহমতগঞ্জ আবারও গোল উৎসব করে। সেই সামিন ইয়াসার আবার স্কোরশিটে নাম লেখান। খেলার শেষ বাঁশি বাজার আগে মোহাম্মদ ফোফিকুল রহমতগঞ্জের হয়ে শেষ গোলটি করেন। ম্যাচে বিমান বাহিনীর আব্দুস সাত্তার লাল কার্ড দেখেন।