স্বাধীনতা কাপ ফুটবলে পুলিশ কোয়ার্টার ফাইনালে

স্বাধীনতা কাপ ফুটবলে চমৎকার জয় পেয়েছে বাংলাদেশ পুলিশ। আর বৃহষ্পতিবার বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত একমাত্র ম্যাচে তারা ১-০ গোলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারায়। এ জয়ের ফলে দুই জয় নিয়ে শেখ জামাল কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করেছে। ম্যাচের একমাত্র গোলটি করেন কারিপভ।

কারিপভে গোলটি ছিল অসাধারণ। ম্যাচের ২৫ মিনিটের সময় পুলিশ শেখ জামালের অর্ধে একটা থ্রো ইন পায়। লম্বা থ্রো জামালের বক্সে এসে পড়ে। বলটি জামালের রক্ষণভাগের খেলোয়াড় ক্লিয়ার করতে চেষ্টা করেছিলেন। সফলও হয়েছিলেন। কিন্তু বলটি বক্সের বাইরে ডান কোনায় অপেক্ষায় থাকা কারিপভের সামনে এসে পড়ে। অসাধারণ বাঁকানো শটে কারিপভ বল জালে জড়িয়ে দেন।

Exit mobile version