স্বাধীনতা কাপ ফুটবল; কোয়ারটার ফাইনালের পথে সেনাবাহিনী

স্বাধীনতা কাপ ফুটবলে কোয়ার্টার ফাইনালের পথে বাংলাদেশ সেনাবাহিনী। গ্রুপ পর্বে টানা দুই ড্র তাদের কোয়ার্টার ফাইনালের পথে অনেকটা এগিয়ে দিয়েছে। আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে ফর্টিজ এফসির সঙ্গে সেনাবাহিনী গোলশূন্য ড্র করে।

দুই খেলা থেকে সেনাবাহিনীর সংগ্রহ দুই পয়েন্ট। গ্রুপের শেষ ম্যাচে মুখোুমখি হবে মোহামেডান ও ফর্টিজ। এ দুই দলের খেলায় জয়ী দল টিকে থাকবে। বিজিত দল ছিটকে যাবে। তবে ম্যাচটি ড্র হলে জটিলতা বাড়বে। তখন গোল গড় হিসাব হবে।

সেনাবাহিনী তাদের প্রথম খেলায় মোহামেডানের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল।

আগের দিন দিনের দ্বিতীয় খেলায় আবাহনী ২-০ গোলে হারিয়েছিল রহমতগঞ্জ এফসিকে। এ জয়ের ফলে ‘বি’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আবাহনী।

Exit mobile version