জিতলেই সরাসরি বিশ্বকাপ, হারলে প্লে অফ
উভয় দলের সামনে সমান সুযোগ ছিল। জিতলেই সরাসরি বিশ্বকাপ, হারলে প্লে অফ। ইউরো অঞ্চলের জার্মানি-স্লোভাকিয়া ম্যাচে সে লড়াইয়ে জয় পেয়ে স্লোভাকিয়াকে উড়িয়ে চূড়ান্ত পর্বে জার্মানি । ৬-০ গোলে স্লোভাকিয়াকে বিধ্বস্ত করে সাবেক চ্যাম্পিয়ন দলটি ২০২৬ সালের বিশ্বকাপ খেলার সরাসরি খেলার টিকটি পেয়েছে। প্লে অফের সুযোগ পেয়েছে স্লোভাকিয়া।
ইউরো অঞ্চলের ‘এ’ গ্রুপের খেলায় জার্মানি ৬ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স আপ হওয়া স্লোভাকিয়ার পয়েন্ট ১২।
স্লোভাকিয়ার কাছে হার দিয়ে শুরু হয়েছিল জার্মানির বিশ্বকাপ বাছাই মিশন। শেষ ম্যাচে সেই স্লোভাকিয়াকে উড়িয়ে চূড়ান্ত পর্বে জার্মানি । বিরতির আগেই প্রতিপক্ষের জালে চারবার বল ফেলে জার্মানি। বিরতির পর দুইবার। লেরয় সানে করেন জোড়া গোল। অন্য চার গোল করেন নিক ওল্টমেড, সার্জে ন্যাবরে, রিডল বাকু ও আসান কুয়েডরাওগো।
কুয়েডরাওগো ৭৯ মিনিটে দলের হয়ে শেষ গোলটি করেন। এ গোলের মাঝ দিয়ে তিনি একটা কীর্তিও গড়েছেন। জার্মানির ৭১ বছরের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক ম্যাচ গোল করার কীর্তি গড়েছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















