স্লোভাকিয়াকে হারিয়ে ই-গ্রুপে লড়াই জমিয়ে দিলো ইউক্রেন

ইউরো ২০২৪

ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের লড়াই জমে উঠেছে। এবার ই-গ্রুপে ইউক্রেনের কাছে আগে গোল করেও ২-১ গোলে হেরেছে স্লোভাকিয়া। স্লোভাকদের পারাজয়ে বেলজিয়ামের সামনে দ্বিতীয় রাউন্ডের আশা বেঁচে রইলো।

স্লোভাকিয়া প্রথম ম্যাচে ১-০ গোলে বেলজিয়ামকে হারিয়ে বিস্ময়ের জন্ম দিয়েছিলো। আর ইউক্রেন ৩-০ গোলে রোমানিয়ার কাছে ৩-০ গোলে রীতিমতো উড়ে গিয়েছিলো। এদিকে, রোমানিয়া আগামীকাল রাত একটায় বেলজিয়ামের মুখোমুখি হবে। এই ম্যাচে হেরে গেলে গ্রুপেই রোমানিয়ার বিদায়ঘন্টা বাজবে।

প্রথম ম্যাচে বেলজিয়ামকে হারিয়ে চমক দেখানো স্লোভাকিয়া এই ম্যাচে জয় পেলেই দ্বিতীয় রাউন্ডের টিকিট পেতো সে লক্ষ্যে ম্যাচের শুরু থেকেই তারা ইউক্রেনের রক্ষণে চাপ তৈরি করে। কয়েকটি সুযোগ নষ্ট করা স্লোভাকিয়া ম্যাচের ১৭তম মিনিটে এগিয়ে যায় ইভান স্ক্রাঞ্জের গোলে। বিরতির আগে আরও ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিলো স্লোভাকিয়ার সামনে। কিন্তু হারালিনের শট বাম দিকে ঝাঁপিয়ে পড়ে প্রতিহত করেন ট্রুবিন।

বিরতির পর ম্যাচের ৫৪তম মিনিটে সমতায় ফেরে ইউক্রেন। মিকোলা শাপারেঙ্কোর একেবারে গোলরক্ষকের সামনে থেকে গোল করেন। ৮০তম মিনিটে শাপারেঙ্কোর পাস থেকেই ইউক্রেনকে উল্লাসে মাতান রোমান ইয়ারেমচুক।

Exit mobile version