এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে হংকংয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ঢাকা স্টেডিয়ামে হামজা চৌধুরীকে নিয়ে একাদশ সাজিয়েছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ম্যাচের বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন মিডফিল্ডার সোহেল রানা (সিনিয়র)। শুরুর একাদশে শমিত সোম ও ফাহামিদুল ইসলামদের জায়গা হয়নি।
বাংলাদেশ একাদশ:
ফর্মেশন: ৪-৩-৩
গোলরক্ষক: মিতুল মারমা
ডিফেন্ডার : শাকিল তপু, তারিক রায়হান কাজি, তাজ উদ্দিন, তাজ উদ্দিন
মিডফিল্ডার : হামজা চৌধুরী, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা (অধিনায়ক)
ফরোয়ার্ড : শেখ মোরছালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম
হংকং একাদশ:
ফর্মেশন: ৫-২-৩
গোলরক্ষক: ইয়াপ হুং ফেই (অধিনায়ক)
ডিফেন্ডার: অলিভার বেনজামিন গার্বিক, লিয়ন জোন্স, নিকোলাস মেডেইরস, চ্যান শিনিচি, ইউয়ে ন্যাম
মিডফিল্ডার : ট্যান চুন লুক, ইউ জেসে জয় ইন,
ফরোয়ার্ড: সোয়ারেস জুনিয়র, ম্যাট অর, এভার্টন কামারগো
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















