ফিফা উইন্ডোতে বাংলাদেশের হয়ে দুটি ম্যাচ খেলেই দেশে না ফিরে সরাসরি ইংল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছেন হামজা দেওয়ান চৌধুরী। হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলার পর আজ (বুধবার) সকালে তিনি উড়াল দেন। অন্যদিকে, বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়ারা এখন ঢাকার পথে রয়েছেন।
হংকং থেকে থাইল্যান্ড হয়ে দেশে ফিরছে বাংলাদেশ দল। এই মুহূর্তে তারা ব্যাংককে যাত্রাবিরতিতে আছে। সেখান থেকে দলের ম্যানেজার আমের খান জানান, “হামজা ইংল্যান্ডে, সামিত কানাডায় আর ফাহমিদুল ইতালিতে যাচ্ছে। আমরা একই সময়ে এয়ারপোর্টে পৌঁছেছি, আমাদের ফ্লাইট তাদের চেয়ে ঘণ্টাখানেক পর।”
বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলেছেন হামজা—এর মধ্যে তিনটি হোম ও দুটি অ্যাওয়ে ম্যাচ। এর আগে গত মার্চে ভারতের বিপক্ষে শিলংয়ে অ্যাওয়ে ম্যাচ খেলে ঢাকায় এসে একদিন বিশ্রাম নিয়েছিলেন, এরপরই ইংল্যান্ড ফিরে গিয়েছিলেন তিনি। এবার হংকং থেকে সরাসরি ইংল্যান্ড যাওয়ার কারণ, দূরত্ব অনেক বেশি হওয়ায় ঢাকায় ফেরা সম্ভব হয়নি।
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে। ফিফা উইন্ডোতে সেই ম্যাচে আবারও বাংলাদেশের হয়ে মাঠে দেখা যেতে পারে হামজাকে।
গতকাল রাত ৮টায় হংকংয়ে ম্যাচ খেলেছিল বাংলাদেশ। খেলা শেষে হোটেলে ফিরতে রাত গড়িয়ে যায় প্রায় ১২টা। পরদিন সকাল ৮টার ফ্লাইট থাকায় বিশ্রামের তেমন সময় পাননি জামালরা। ভোররাত ৪টার দিকেই এয়ারপোর্টের উদ্দেশে রওনা দেন তারা। আজ দুপুর ১২টার পর দেশে পৌঁছাতে পারে হ্যাভিয়ের ক্যাবরেরার দল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















