ইনজুরির কারণে একের পর ম্যাচে ইন্টার মায়ামির সাইড বেঞ্চ গরম করে চলেছেন আর্জেন্টাইন তারকা। সেই মেসিকে কিনা জাতীয় দলে ডেকে পাঠানো হয়েছে। বিশ্বকাপের বাছাই পর্বের পরবর্তী দুই ম্যাচের জন্য আর্জেন্টিনা কোচ লিওনেল মেসিকে দলে অন্তর্ভুক্ত করেছেন। আর তাতেই ক্ষেপেছে ইন্টার মায়ামি সমর্থকরা।
২০২২ সালের বিশ্বকাপ জয়ে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়েছেন মেসি। তারপর প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন। নতুন ক্লাবের হয়ে বেশ কিছু ম্যাচ খেলেছেন। দলকে সাফল্যও এনে দিয়েছেন। কিন্তু পরে চোট পাওয়ায় তাকে একাধিক ম্যাচে বসিয়ে রাখা হয়। অথচ জাতীয় দলের জন্য তাকে ডেকে নেওয়া হচ্ছে। এ ঘটনায় মায়ামির সমর্থকরা বিষ্ময় প্রকাশ করেছেন।
মায়ামির সর্বশেষ ছয় ম্যাচের পাঁচটিতেই মাঠে নামেননি মেসি। তিনি না থাকায় দলকে ভুগতে হচ্ছে। যে পাঁচ ম্যাচে মেসি খেলেননি তার মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে মায়ামি। ফলে মেজর সকার লিগে প্লে অফে মায়ামির খেলার পথটা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। দলটির কোচ জানেন না মেসি কবে মাঠে ফিরতে পারবেন।
মায়ামির পরের ম্যাচ সিনসিনাটি এফসির বিরুদ্ধে। সে ম্যাচের পর আর্জেন্টিনার হয়ে খেলতে যাবেন মেসি। তবে এ ম্যাচে মেসি খেলবেন তা স্পষ্ট নয়।