হঠাৎ রেকর্ড করে ম্যানইউকে জেতালেন হয়লুন্ড

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতে অসাধারণ এক ম্যাচ উপভোগ করলো ইংলিশ সমর্থকরা। অ্যাওয়ে ম্যাচে লুটন টাউনের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেড ২-১ গোলে জয় পেয়েছে। ম্যাচের তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে এবং ১৪ মিনিটে। ম্যানইউয়ের হয়ে গোল দুটো করেন রাসমাস হয়লুন্ড।

প্রিমিয়ার লিগে হয়লুন্ড হারিয়ে যাওয়ার অবস্থায় পড়েছিলেন। প্রথম ১৪ ম্যাচে গোলের পথটা চিনতেই পারেননি। যখন চিনলেন তখন তো রেকর্ড গড়ে চলেছেন এই ডেনিস। গতকাল ম্যাচের বয়স মিনিট পার হওয়ার আগেই গোলের দেখা পান হয়লুন্ড। মাত্র ৩৭ সেকেন্ডে গোল করে দলকে এগিয়ে নেন। এ গোলের মাঝ দিয়ে হয়লুন্ড প্রিমিয়ার লিগের ইতিহাসের পাতায় স্থান করে নেন। টানা ছয় ম্যাচে গোল করেছেন তিনি। সবচেয়ে কম বয়য়ে টানা ছয় ম্যাচে গোল করার এমন কৃতিত্ব দেখালেন এই ডেনিস।

সাত মিনিট পর আবার গোল করেন তিনি। রেলিগশেনের শঙ্কায় থাকা লুটন টাউন জবাব দিতে দেরি করেনি। ১৪ মিনিটে ব্যবধান কমায় তারা। ম্যাচের বিষ্ময়কর বিষয় হচ্ছে এর পরে উভয় একাধিক গোলের সুযোগ পেয়েছে কিন্তু গোলের দেখা পায়নি কোনো দলই।

গত আগষ্টে ইতালিয়ান ক্লাব আটালান্টা থেকে ম্যানইউতে যোগ দেন হয়লুন্ড। কিন্তু ডিসেম্বরের আগ পর্যন্ত কোনো গোলের দেখা পাননি তিনি। ফলে ৭২ মিলিয়ন ইউরো খরচটা পানিতে গেল কিনা তা নিয়ে এখটা শঙ্কা তৈরি হয়েছিল। তবে ম্যানইউ কর্তৃপক্ষ এখন বুঝতে পারছে তাদের ইনভেস্টটা অপাত্রে হয়নি।

একের পর এক গোলের সুযোগ নষ্ট করার জন্য ম্যানইউ নিজেদের দায়ী করতেই পারে। তবে দুর্ভাগ্য লুটন টাউনের। রস বার্কলের একটা শট ক্রসবারে লেগে ফিরে আসে।

এ ম্যাচের জয়ের ফলে ম্যানইউ টানা চতুর্থ ম্যাচে জয় পেলো। ২৫ ম্যাচ থেকে তাদের পয়েন্ট ৪৪। চতুর্থ স্থানে থাকা অ্যাস্টন ভিলা থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে রয়েছে।

Exit mobile version