হঠাৎ লিভারপুলের বড় জয়

চ্যাম্পিয়ন্স লিগ

হারের সঙ্গে সখ্যটা বেশ জমজমাট লিভারপুলের। অন্তত গত একটা মাস সেভাবেই কেটেছে এই ইংলিশ ক্লাবটির। একের পর এক হার। অবশেষে জয়ের মুখে দেখেছে তারা। আর সেটা যেনতেন জয় নয়, চ্যাম্পিয়ন্স লিগে দাপুটে এক জয়। অ্যাওয়েতে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৫-১ গোলে হারিয়েছে। আগের চার ম্যাচে মাত্র তিন গোল করা দলটির আজ পাঁচ পাঁচজন খেলোয়াড় স্কোরশিটে নাম লিখিয়েছেন। তারা হলেন উগো একিতিকে, ভার্জিল ফন ডাইক, ইব্রাহিমা কোনাতে, কোডি গাকপো ও ডমিনিক সোবোসলাই।

গত ২৩ সেপ্টেম্বর সর্বশেষ জয়ের দেখা পেয়েছিল লিভারপুল। তারপর হার আর হার। এদিনও লিভারপুলের সমর্থকরা আরও একটা হারের শঙ্কায় ডুবে গিয়েছিল। কেননা প্রথম গোলটা তাদেরই জাল কাঁপিয়েছিল। ২৬তম মিনিটে মারিও গোটসের পাস থেকে বল পেয়ে রাসমুস ক্রিস্টেনসেন ফ্রাঙ্কফুর্টকে এগিয়ে দেন। তবে প্রথমার্ধের শেষ দিকে ঘুরে দাঁড়ায় লিভারপুল।

বিরতির আগে শেষ ৯ মিনিটে তারা গোল উৎসবে মেনে ওঠে। এ সময়ে তিন গোল করে তারা। বিরতির পর আসে দুই গোল।

এ ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন মোহাম্মদ সালাহ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তবে তারা কোনো গোলের দেখা পাননি। এ জয় লিভারপুলকে বেশ ভালো অবস্থানে পৌঁছে দিয়েছে। তিন ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে দলটি।

Exit mobile version