বড় জয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলে যাত্রা শুরু করেছে ব্রাজিল। মঙ্গলবার রাতে কাতারে অনুষ্ঠিত ম্যাচে তারা হন্ডুরাসকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে।
উত্তর কোরিয়াও পেয়েছে বড় ব্যবধানের জয়। তারা ৫-০ গোলে হারিয়েছে এল সালভাদোরকে। এছাড়া সুইজারল্যান্ড ৪-১ গোলে আইভরি কোস্টকে, দক্ষিণ কোরিয়া ২-১ ব্যবধানে মেক্সিকোকে, মিসর ৪-১ গোলে হাইতিকে, ভেনেজুয়েলাকে ৩-০ গোলে ইংল্যান্ডকে, জাম্বিয়া ৩-১ গোলে ইন্দোনেশিয়াকে হারিয়েছে। জার্মানি ও কলাম্বিয়ার ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে।
৪৮টি দেশ নিয়ে এবারের অনূর্ধ্ব-১৭ যুব বিশ্বকাপ শুরু হয়েছে। তবে আসরের সবচেয়ে সফল দল নাইজেরিয়া এবারের টুর্নামেন্টে নাই। বাছাই পর্বের বাধা তারা পার হতে পারেনি। দ্বিতীয় সফল দল ব্রাজিল। প্রথম ম্যাচে তারা শিরোপা জয়ের ঘোষণা দিয়ে রেখেছে। হন্ডুরাসকে পাত্তাই দেয়নি। মোট সাতবার হন্ডুরাসের জালে বল ফেলেছে তারা। প্রথমার্ধে চারবার, বাকি তিন গোল করেছে দ্বিতীয়ার্ধে। জোড়া গোল করেছেন ডেল। এছাড়া রুয়ান পাবলো, ফেলিপে মোরাইস, ভিক্টর হুগো, অ্যাঞ্জেলো ক্যান্ডিডো ও গ্যাব্রিয়েল মেক।
আজ টুর্নামেন্টের কোনো খেলা নেই। আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ গ্রুপের শীর্ষে থাকা তিউনিসিয়া। উভয় দল নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। আর্জেন্টিনা বেলজিয়ামকে ৩-২ গোলে হারিয়েছে। আর তিউনিসিয়া ৬-০ গোলে উড়িয়ে দেয় ফিজিকে।
বড়দের বিশ্বকাপ ও অনূর্ধ্ব-২০ যুব বিশ্বকাপে ব্যাপক সাফল্য থাকলে ছোটদের এই টুর্নামেন্টে আর্জেন্টিনার সাফল্য শূন্যের কোটায়। শিরোপা জয় তো দূরের কথা, একবারও তারা ফাইনালেও খেলতে পারেনি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















