হাইভোল্টেজ ম্যাচে এমবাপ্পেকে পাচ্ছেনা রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ ফুটবল

স্প্যানিশ ফুটবলে শক্তিশালী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। তবে কঠিন লড়াইয়ে এমবাপ্পেকে পাচ্ছেনা রিয়াল। ২০২৩-২৪ মৌসুমে এই মাঠে লিগ ম্যাচে ৩-১ গোলে হেরেছিল রিয়াল। মৌসুমে যা ছিল তাদের প্রথম হার।

তারপর থেকে স্পেনের শীর্ষ লিগে টানা ৩৯ ম্যাচ ধরে অপরাজিত আছে রিয়াল। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার মাঠে নামবে দল আতলেতিকো। কোচ আনচেলত্তি বলেন,‘অবশ্যই আমাদের গত বছরের ভুলগুলো এড়াতে হবে। যা ম্যাচের জন্য কাজে লাগতে পারে। এই মাঠে খেলা কঠিন।’

এছাড়া তিনি বলেন,‘আমি মনে করি, আতলেতিকো অনেক উন্নতি করেছে, তারা ভালো মানের খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করেছে। আমার মনে হয়, তারা আমাদের ও বার্সেলোনার সঙ্গে এই লিগের শেষ পর্যন্ত লড়াই করবে।’

অন্যদিকে এমবাপ্পের অনুপস্থিতিতে দলের খেলার ধরনে খুব বড় পরিবর্তন আনা হবে না বলেই জানিয়েছেন রিয়াল কোচ। তিনি বলেন,‘এমবাপ্পে ছাড়া অবশ্যই কিছুটা পরিবর্তন হবে, তবে খুব বেশি নয়। আমরা তাকে ছাড়া খেলতে অভ্যস্ত। গত মৌসুমে সে এখানে ছিল না। দুর্ভাগ্যজনক যে, এই ম্যাচের জন্য সে নেই। তবে আমি মনে করি, তার অনুপস্থিতি ভালোভাবে মোকাবেলা করতে পারব আমরা।’

Exit mobile version