হাঙ্গেরিকে উড়িয়ে বড় জয় নেদারল্যান্ডসের

ম্যাচ শুরুর আগে শঙ্কা ছিল নেদারল্যান্ডসের। ঠিক সমান স্থানে থাকা হাঙ্গেরি তাদের প্রতিপক্ষ। তবে ম্যাচের প্রথমার্ধ পার হতে আর সে শঙ্কা থাকেনি। সব মিলিয়ে নিজেদের মাঠের খেলায় হাঙ্গেরিকে ৪-০ গোলে হারিয়ে নেদারল্যান্ডস নেশনস লিগের পরবর্তী রাউন্ডে খেলা নিশ্চিত করেছে। উভয়ার্ধে দুটি করে গোল করে তারা। ৫ ম্যাচ শেষে নেদারল্যান্ডসের পয়েন্ট ৮, হাঙ্গেরির পয়েন্ট ৫।

নেদারল্যান্ডসের ইয়োহান ক্রুয়েফ স্টেডিয়ামে ম্যাচ শুরুর সাত মিনিট পর খেলা বন্ধ হয়ে যায়। সফরকারী হাঙ্গেরির সহকারী কোচ অ্যাডাম অসুস্থ হয়ে পড়েন। মাটিতে শুয়ে তিনি বারবার পা ছুঁড়তে থাকেন। দ্রুত সহকর্মী ও অন্যরা তাকে ঘিরে ধরে। পরবর্তীতে সুস্থ হলে ১৩ মিনিট বন্ধ থাকার পর খেলা শুরু হয়।

হাঙ্গেরির এই ফেরাটা মোটেও স্বস্তির হয়নি। ২১ মিনিটে তারা পেনাল্টিতে গোল হজম করে পিছিয়ে পড়ে। বিরতির আগে আবার পেনাল্টির কবলে পড়ে হাঙ্গেরি। দুই পেনাল্টি দুই গোল হজম করে পিছিয়ে পড়ে সফরকারী দলটি। প্রথম গোলটি করেন ভাউট ভেঘোর্স্ট, দ্বিতীয় গোল করেন কোডি গাকপো।

বিরতির পরপর আবার গোল পায় নেদারল্যান্ডস। ডেনজেল ডামফ্রাইস ৬৪ মিনিট গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন। শেষ সময়ে কুপমেইনার্স গোল করে ব্যবধান ৪-০ করেন।

গ্রুপ পর্বে সব দলের আরো একটা ম্যাচ বাকি রয়েছে। শেষ ম্যাচে হাঙ্গেরি যদি জয় পায় এবং নেদারল্যান্ডস হেরে যায় তাহলে উভয় দলেল পয়েন্ট সমান হবে। হবে মুখোমুখি লড়াইয়ে নেদারল্যান্ডস এগিয়ে থাকায় হাঙ্গেরির আর কোনো সম্ভাবনা নেই বললেই চলে।

Exit mobile version