হাটুর চোট কাটিয়ে ফিরছেন মেসি

ইনজুরির কারণে গত ১৬ মে মেজর লিগ সকারে অরল্যান্ডো সিটির বিপক্ষে ইন্টার মায়ামি’র হয়ে খেলতে পারেন নি লিওনেল মেসি। ম্যাচে গোলশূন্য ড্র করে মায়ামি। অবশ্য কোচ জেরার্ডো মার্টিনো জানিয়েছেন, বাংলাদেশ সময় রোববার ভোর সাড়ে ৫টায় ডিসি ইউনাইটেডের বিপক্ষে শুরু হতে যাওয়া ম্যাচে খেলবেন মেসি।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে (টাটা) মার্টিনো জানান, ম্যাচে মেসিকে পাওয়ার ব্যাপারে তিনি পুরো আশাবাদী। অনুশীলনে মেসিকে পুরো ফিট দেখেছেন উল্লেখ করে টাটা মার্টিনো জানান, ম্যাচের শুরুর একাদশেই হয়তো মেসিকে পাওয়া যাবে।

অনেক নাটকীয়তার পর গত মৌসুমে প্যারিস সেন্ট জার্মেই, পিএসজি থেকে ইন্টার মায়ামিতে যোগ দেয়ার পর লিগ শিরোপা জেতা হয়নি মেসির। অবশ্য ক্লাবটির ইতিহাসে প্রথম কোন ট্রফি (লিগস কাপ) জয়ের স্বাদ পেয়েছিলো ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ক্লাবটি। এবার অবশ্য মেজর লিগ সকারে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে ইন্টার মায়ামি।

মেজর লিগ সকারে ‘ইস্টার্ন কনফারেন্সে’ ১৪ ম্যাচ শেষে ২৮ পয়েন্ট নিয়ে টেবিল টপার ইন্টার মায়ামি। এক ম্যাচ কম খেলা সিনসিনাতি ২৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয়স্থানে।

আগামী ২১ জুন বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কানাডার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে কোপা আমেরিকা ফুটবল। বিশ্বের সবচেয়ে প্রাচীন টুর্নামেন্টে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে নামবে আর্জেন্টিনা। তার আগে দলটার দুশ্চিন্তার কারণ মেসির ইনজুরি। প্রায় সময়ই মাঠের বাইরে থাকতে হচ্ছে নাম্বার টেনকে।

Exit mobile version