হাডার্সফিল্ডকে উড়িয়ে চতুর্থ রাউন্ডে ম্যানসিটি

এফএ কাপ

ফিল ফোডেন করেছেন জোড়া গোল। এ ছাড়া স্কোরশিটে নাম তুলেছেন হুলিয়ান আলভারেজ ও জেরেমি ডোকু। অন্যটি ছিল আত্মঘাতি গোল।

প্রতিপক্ষ হাডার্সফিল্ড টাউনকে উড়িয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে পৌঁছেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। রোববার রাতে নিজেদের মাঠে অনুষ্ঠিত খেলায় ম্যানসিটি ৫-০ গোলে জয় পেয়েছে।  

এ ম্যাচটি ম্যানসিটির জন্য ছিল স্বস্তির। কেননা ইনজুরি কাটিয়ে এ ম্যাচে দলে ফিরেছেন কেভিন ডি ব্রুইন। আবার অস্বস্তি যে ছিল না তা নয়, ইনজুরিতে পড়েছেন ডিফেন্ডার ম্যানুয়েল আকাঞ্জি।প্রথমার্ধে আহত হয়ে মাঠ ছাড়নে সুইজারল্যান্ডের এই ফুটবলার।

প্রতিপক্ষের তুলনায় অনেক অনেক এগিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের দল হাডার্সফিল্ড টাউন অপেক্ষাকৃত দুর্বল হলেও ম্যানসিটিকে প্রথমার্ধে বেশ ভালোভাবেই আটকে রেখেছিল। আধাঘন্টা পর্যন্ত ম্যানসিটিকে রুখে দিয়েছিল তারা। তারপর হঠাৎ করেই তাদের সব প্রতিরোধ ভেঙ্গে পড়ে।

৩৩ মিনিটে ফিল ফোডেন দলকে এগিয়ে নেন। আর আলভারেজ ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন।

৫৭ মিনিটে কেভিন ডি ব্রুইন আলোচনায় আসেন। তার কারণেই ম্যানসিটি তৃতীয় গোল পায়। সরাসরি গোল পাননি ব্রুইন। এটি ছিল আত্মঘাতি গোল।

৬৫ মিনিটে ফোডেন নিজের দ্বিতীয় গোল করেন।

ম্যাচের ৭৪ মিনিটে জেরেমি ডোকু করেন শেষ গোলটি।

Exit mobile version