হাত দিয়ে গোল করে লাল কার্ড দেখলেন নেইমার

জাতীয় দলে ফেরার লড়াই করছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। বিশ্বকাপ বাছাইয়ের জন্য ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলোত্তি দল ঘোষণা করেছেন। সেখানে জায়গা হয়নি নেইমারের। পুরোপুরি সুস্থ নন, এমন অজুহাতে নেইমারকে দলের বাইরে রাখা হয়েছে। এই ধাক্কা সামলে উঠতে না উঠতে নেইমারের সমর্থকদের জন্য আরেক দুঃসংবাদ ধেয়ে এসেছে। লাল কার্ড দেখেছেন তিনি। ব্রাজিলিয়ান লিগে বোটাফোগোর বিপক্ষে হাত দিয়ে গোল করার কারণে লাল কার্ড দেখতে হয়েছে তাকে।

সান্তোসের হয়ে গত মার্চের পর এদিনই প্রথমবার মাঠে নেমেছিলেন নেইমার। ইনজুরির কারণে বেশ কিছু ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছেন। বোটাফোগোর বিপক্ষে ম্যাচে শুরু থেকেই মাঠে ছিলেন তিনি। সে কারণে এ ম্যাচটা তার জন্য ছিল বিশেষ এক ঘটনা। কিন্তু লাল কার্ডে শেষ হলো তার ম্যাচ।

ম্যাচের প্রথমার্ধে ফাউল করে হলুদ কার্ড দেখেন নেইমার। ৭৬ মিনিটে হাত দিয়ে গোল করে দেখেন দ্বিতীয় হলুদ কার্ড। আর এতেই মাঠ থেকে বহিষ্কৃত হন তিনি। নেইমারের দল পরিণত হয় দশজনে। আর এ সময়ে বোটাফোগোর আক্রমণে নাজেহার অবস্থা সান্তোসের। শেষ পর্যন্ত ৮৬ মিনিটে আর্তুর গিমারেসের গোল বোটাফোগোকে জয় এনে দেয়। এই হারে সান্তোস রেলিগেশন জোনে চলে গেছে। ১১ ম্যাচ থেকে তাদের অর্জন ৮ পয়েন্ট।

Exit mobile version