হাভরেকে হারিয়ে শীর্ষে পিএসজি

লা লিগায় শীর্ষ স্থান নিয়ে জোর লড়াই চলছে। ইংলিশ লিগও যে খুব একটা পিছিয়ে তা নয়। সে তুলনায় ফ্রেঞ্চ লিগে প্যারিস সেন্ত জার্মেই বেশ স্বস্তিতে। নিজেদেরকে নিরাপদ অবস্থানে রেখে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে কিলিয়ান এমবাপের দল। রোববার রাতে তারা অ্যাওয়ে ম্যাচে লে হাভরেকে ২-০ গোলে হারিয়েছে। প্রথমার্ধে কিলিয়ান এমবাপে গোল করেন। দ্বিতীয়ার্ধে ভিতিনহা গোল করে দলের জয় নিশ্চিত করেন।

জয় পেলেও প্যারিস সেন্ত জার্মেইকে ম্যাচের শুরুতেই বড় ধাক্কা হজম করতে হয়েছিল। বল ক্লিয়ার করার জন্য গোল পোস্ট ছেড়ে বের হয়ে এসেছিলেন গোলরক্ষক জিয়ানলুইগি ডোনারুমা। নিজের সীমানার বাইরে চলে আসায় বল ধরার উপায় ছিল না। কিন্তু এমনভাবে বলে লাথি মারেন যে, তার পা প্রতিপক্ষের খেলোয়াড়ের মাথায় লাগে। সঙ্গে সঙ্গে রেফারি তাকে লাল কার্ড দেখিয়ে দেন। ফলে দ্রুত খেলোয়াড় পরিবর্তন করতে হয় পিএসজিকে।

ইনজুরির কারণে তার আগেই অবশ্য পরিবর্তন করতে হয়েছিল ফ্যাবিয়ান রুইজকে। ফলে বেশ অস্বস্তিতে পড়ে যান পিএসজি কোচ। এমবাপ্পে অবশ্য বেশিক্ষণ এই অস্বস্তি স্থায়ী হতে দেননি। ২৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন। ম্যাচের শেষ দিকে গোল করেন ভিতিনহা।

এ জয়ে ১৪ ম্যাচ থেকে ৩৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে পিএসজি। ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিস।

Exit mobile version