হামজাদের ম্যাচ দেখতে টিকিটের হাহাকার, টিকিফাই এখনও অচল

এশিয়ান কাপ বাছাইপর্বের বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। ১০ জুন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হতে যাওয়া এই ম্যাচে প্রথমবারের মতো মাঠে দেখা যাবে হামজা চৌধুরী, শমিত সোম ও ফাহামিদুল ইসলামকে। স্বাভাবিকভাবেই টিকিটের চাহিদাও আকাশছোঁয়া।

তবে সেই চাহিদা মেটাতে গিয়ে বড় ধরনের বিপাকে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অনলাইনে টিকিট বিক্রির জন্য নির্ধারিত ওয়েবসাইট টিকিফাই (tickify.live) দুই দিন পেরিয়ে গেলেও এখনও সচল হয়নি।

গত শনিবার রাত ৮টায় টিকিট বিক্রি শুরুর কথা থাকলেও শুরুতেই ওয়েবসাইট ডাউন হয়ে যায়। কেউ কেউ টিকিট পেলেও অধিকাংশ ভক্তই দেখতে পান ‘503 Service Temporarily Unavailable’ বার্তা।

বাফুফে জানিয়েছে, টিকিফাই ওয়েবসাইটটি সাইবার হামলার (DDoS) শিকার হয়েছে। এ কারণে বিক্রয় কার্যক্রমে ব্যাঘাত ঘটেছে। বাফুফে ও টিকিফাই উভয়ই দুঃখ প্রকাশ করে জানিয়েছে, সমস্যার সমাধানে কাজ চলছে এবং আজকের মধ্যেই সাইট সচল হবে বলে আশা করছে তারা।

কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস জানান, আজকের মধ্যেই বিক্রি শুরু হবে বলে আশাবাদী। আরেক সদস্য তাজওয়ার আউয়াল জানিয়েছেন, সন্ধ্যার মধ্যেই সাইট লাইভ হবে। এখন পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার টিকিট বিক্রি হয়েছে বলেও জানান তারা।

তবে যারা টিকিটের জন্য অপেক্ষায় ছিলেন, তাদের মধ্যে বাড়ছে হতাশা ও ক্ষোভ। মাঠে প্রিয় তারকাদের দেখতে চাওয়া হাজারো ফুটবলপ্রেমীর কণ্ঠে এখন একটাই প্রশ্ন—“টিকিট কীভাবে পাব?”

Exit mobile version