ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠের খেলায় তারা ওয়েস্ট হাম ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়েছে। গোলে ফিরেছেন আর্লিং হালান্ড। জোড়া গোল করেছেন তিনি। ফিল ফোডেন করেছেন একটি। অন্যটি গোলটি ছিল আত্মঘাতি।
জয়ের ফলে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে। শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে তাদের এখন ব্যবধান ১১ পয়েন্টের। তবে এ ব্যবধান আরো বাড়তে পারে। কেননা লিভারপুলের হাতে এখনো দুই ম্যাচ বাকি রয়েছে।
ইত্তিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে কোনো গোল পাননি আগের ম্যাচে গোল করা সাভিনহো। তবে তিন গোলের রূপকার হয়ে ম্যাচের নায়ক তিনি। ম্যানসিটি আত্মঘাতি যে গোল পেয়েছে তারও রূপকার ছিলেন এই ব্রাজিলিয়ান। তার শট ওয়েস্ট হামের ডিফেন্ডার ভ্লাদিমির কৌফালের পায়ে লেগে দিক পরিবর্তন করে জালে আশ্রয় নেয়। শুরুর দশম মিনিটে পাওয়া এ গোলের পর দ্বিতীয় গোলের জন্য লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে ম্যানসিটিকে।
বিরতির তিন মিনিট আগে আর্লিং হালান্ড গোল করে দলকে দুই গোলে এগিয়ে নেন। গত সেপ্টেম্বরের পর লিগে হালান্ডের এটা প্রথম গোল। সাভিনহার ক্রস থেকে হেড করে গোল করেন হালান্ড। বিরতির পরপরই আবার গোল করেন তিনি। এ গোলেরও রূপকার ছিলেন সাভিনহো। ৫৮ মিনিটে ফিল ফোডেন ম্যানসিটির হয়ে সর্বশেষ গোলটি করেন।
৭১ মিনিটে নিকলাসের গোলে ব্যবধান কমায় ওয়েস্ট হাম। ম্যাচে ম্যানসিটির তুলনায় ওয়েস্ট হাম প্রতিপক্ষের জালে বেশি শট নিয়েছে। ওয়েস্ট ১৭ শট নিয়ে চারটি পোস্টে রাখতে সমর্থ হয়। অন্যদিকে ম্যানসিটিমাত্র সাতটি শট নিতে পারে।