ম্যানচেস্টার সিটির গোল মেশিন আর্লিং হালান্ড তার দায়িত্ব চলমান রেখেছে। ফলে মাঠে গোল নিয়ে দুঃশ্চিন্তা করতে হচ্ছে না ম্যানসিটিকে। ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে নিজেদের মাঠের খেলায় তারা বার্নলিকে ৫-১ গোলে হারিয়েছে। বার্নলির বিপক্ষে এটা ম্যানসিটির টানা চতুর্দশ জয়।
ম্যাচের ফল বলছে একতরফা খেলা হয়েছে। বার্নলি পাত্তাই পায়নি। কিন্তু মাঠের চিত্র বলবে ভিন্ন কথা। আর একটা দুর্যোগ থেকে রক্ষা পেয়েছে ম্যানসিটি। প্রথমার্ধে ১-১ গোল অমীমাংসিত ছিল ম্যাচ।৩৮ মিনিটে জাইদন আন্থনি বার্নলির হয়ে সমতাসূচক গোল করেন। এর আগে আত্মঘাতি গোলে এগিয়ে যায় ম্যানসিটি। ম্যাক্সিম এস্টিভের আত্মগাতি গোলে ব্যবধান রচনার সুযোগ পায় ম্যানসিটি। দ্বিতীয়ার্ধে আরও একবার এই কর্মটি করেছেন এস্টিভ। ফলে ম্যানসিটির পাওয়া পাঁচ গোলের দুটো ছিল আত্মঘাতি।
এদিকে ৬১ মিনিটে একটা গোল করেন ম্যাথাস নুনেজ। তবে ম্যাচের চরম নাটকীয়তা ছিল শেষ সময়ে। ৯০ ও ৯৩ মিনিটে জোড়া গোল করেন হালান্ড।
এ জয়ের ফলে পয়েন্ট টেবিলে ম্যানসিটি নিজেদেরকে কিছুটা হলেও ফিরে পেয়েছে। ৬ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১০। উঠে এসেছে ষষ্ঠ স্থানে। লিভারপুল সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে। ক্রিস্টাল প্যালেস ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। এছাড়া টটেনহাম হস্পার, সান্ডারল্যান্ড ও বোর্নেমাউথ সমান ১১ পয়েন্ট নিয়ে যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে।
