হালান্ডের পাশে কোচ গার্দিওলা

আর্লিং হালান্ড

সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার সিটির। একই সঙ্গে দলের গোল মেশিন আর্লিং হালান্ড ভুগছেন গোল খরায়। প্রতি ম্যাচে এক বা একাধিক গোল পাওয়া এই স্ট্রাইকার এখন প্রতিপক্ষের জন্য হমুকি হতে পারছেন না। সর্বশেষ ১৩ ম্যাচে মাত্র চারটি গোলের দেখা পেয়েছেন। স্বাভাবিকভাবে হালান্ডকে নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। এমন সময় ছায়ার মতো তার পাশে এসে দাঁড়িয়েছেন কোচ পেপ গার্দিওলা। তিনি বলেছেন, হালান্ডকে এই সমস্যা থেকে দূরে রাখতে অবশ্য সতীর্থদের তার পাশ দাঁড়াতে হবে।

ইংলিশ প্রিমিয়ার লিগে আলো ছড়ানো ম্যানচেস্টার সিটি ক্রমেই এখন অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে। নিচের দিকে নামতে নামতে এখন তারা সাতে চলে এসেছে। জয় নামক শব্দটি এখন তাদের শিবিরে বড়ই অপরিচিত। গত আট ম্যাচে মাত্র একটিতে তারা জয়ের মুখ দেখেছে।

ম্যানসিটির পাশাপাশি হালান্ড ভুগছেন গোল খরায়। কোচ তার দিকে সমর্থনের হাত বাড়িয়ে বলেছেন, আমাদেরকে সঠিক ট্রাকে ফিরতে অবশ্যই হালান্ডকে আরো ভালোভাবে ব্যবহার করতে হবে। এটা আমাদের ওপর নির্ভর করছে। সে আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাকে আরো ভালো খেলার সুযোগ করে দিতে হবে।

Exit mobile version