ম্যানচেস্টার সিটির সঙ্গে নতুন চুক্তি করেছেন আর্লিং হালান্ড। সাড়ে ৯ বছরের চুক্তি। ম্যানচেস্টার সিটি শুক্রবার এ তথ্য জানিয়েছে। নতুন চুক্তি অনুসারে আগামী ২০৩৪ সাল পর্যন্ত ম্যানসিটিতে থাকবেন নরওয়ের এই স্ট্রাইকার। সিটির সঙ্গে হালান্ডের আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সাল পর্যন্ত।
নতুন চুক্তি অনুসারে হালান্ড কত অর্থ পাচ্ছেন তা উল্লেখ করা হয়নি। তবে একটা সূত্র জানিয়েছে, স্পোর্টস ইতিহাসের অন্যতম লোভনীয় চুক্তি হয়েছে এটি। একই সঙ্গে প্রিমিয়ার লিগের ইতিহাসে অন্যতম দীর্ঘ চুক্তির তালিকায় স্থান করে নিয়েছে। প্রিমিয়ার লিগে কোনো খেলোয়াড়ের সঙ্গে কোনো ক্লাবের এটা সবচেয়ে দীর্ঘ চুক্তি। আগে দীর্ঘ চুক্তি ছিল চেলসির নিকোলাস জ্যাকসন ও কোল পালমারের। এই দুইজনের সঙ্গে চেলসির চুক্তির মেয়াদ ৯ বছরের। অর্থাৎ ২০৩৩ সাল পর্যন্ত চেলসির সঙ্গে তাদের চুক্তি।
নতুন চুক্তির ফলে হালান্ডের বিষয়ে স্পেনের দুই ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের যে আগ্রহ ছিল তার অবসান হবে।
সিটির জার্সিতে আলো ছড়িয়ে চলেছেন হালান্ড। সব প্রতিযোগিতা মিলে এখন পর্যন্ত ১২৬ ম্যাচে ১১১ গোল করেছেন। শিরোপা জিতেছেন পাঁচটি। ২০২২-২৩ মৌসুমে দলকে ট্রেবল জেতাতে সহায়তা করেন। প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জয় করে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















