হালান্ড কেন পেনাল্টি নেয়নি তা জানি না: গার্দিওলা

এফএ কাপের ফাইনালে ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া করেছে ম্যানচেস্টার সিটি। ম্যাচে ক্রিস্টাল প্যালেস ১-০ গোলে জয় পেয়েছে। তবে ম্যাচের ফল ভিন্ন হতেও পারতো। পিছিয়ে পড়ার পর পেনাল্টি পেয়েও ম্যানসিটি সমতা আনতে পারেনি। পেনাল্টি থেকে তারা গোল করতে পারেনি। ওমর মারমোশ গোল করতে ব্যর্থ হন।

পেনাল্টি শট আর্লিং হালান্ড নিলে গোল হতে পারতো- এমনটা ভাবছেন ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা। কিন্তু হালান্ড কেন শট নেননি তা তিনি বুঝতে পারছেন না। ম্যানসিটি যখন পেনাল্টি পায় তখন হালান্ড বল হাতে তুলে নেন। কিন্তু তিনি পেনাল্টি না নিয়ে মারমোশকে সুযোগ করে দেন।

এ সম্পর্কে গার্দিওলা বলেন, পেনাল্টি কে নেবে তা মাঠেই তারা সিদ্ধান্ত নিয়েছিল। আমি এটা নিয়ে তাদের সঙ্গে এখনো আলোচনা করিনি। এটা তারাই নির্ধারণ করে।

এ বিষয়ে বিবিসিতে সাক্ষাতকাররে ম্যানইউয়ের সাবেক তারকা ওয়েন রুনি বলেন, হালান্ড প্রথম শ্রেণীর স্ট্রাইকার। সে হয়তো ভেবেছিল ওয়েম্বলির এই বিপুল সমর্থকদের সামনে পেনাল্টি নেওয়া একটা চাপ। সে কারণেই হয়তো সে মারমোশকে সুযোগ দিয়েছিল।

Exit mobile version