হিটে ষষ্ঠ হয়ে বিদায় নিলেন বাংলাদেশের ইমরানুর

প্যারিস অলিম্পিক ২০২৪

BUDAPEST, HUNGARY - AUGUST 19: Lamont Marcell Jacobs of Team Italy, Imranur Rahman of Team Bangladesh, Rikkoi Braithwaite of Team British Virgin Islands and Brendon Rodney of Team Canada compete in heat 6 of the Men's 100m during day one of the World Athletics Championships Budapest 2023 at National Athletics Centre on August 19, 2023 in Budapest, Hungary. (Photo by Stephen Pond/Getty Images for World Athletics)

প্যারিস অলিম্পিকসের অ্যাথলেটিকসে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ইমরানুর রহমান ১০০ মিটার স্প্রিন্টে নিজের হিটে ষষ্ঠ হয়েছে। স্তাদ দে ফ্রান্সের ট্র্যাকে শনিবার ১০.৭৩ সেকেন্ড সময় নেন বাংলাদেশের দ্রুততম মানব। প্রাথমিক পর্বের ৬টি হিট মিলিয়ে ৪৫ জনের মধ্যে ২৫তম হয়েছেন তিনি।

নিজের পারফরম্যান্সে খুব একটা সন্তুষ্ট নন ৩১ বছর বয়সী এই স্প্রিন্টার, “খুব ভালো করতে পারিনি। আরও ভালো করার আশা ছিল। তবে চেষ্টার কমতি রাখিনি আমি।”

একই দিনে সাঁতারের ৫০ মিটার ফ্রি স্টাইলের হিটে ৩০.৫২ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে আট প্রতিযোগীর মধ্যে ষষ্ঠ হন সোনিয়া আক্তার। সব মিলিয়ে ৭৯ প্রতিযোগীর মধ্যে ৬৪তম হয়ে ছিটকে পড়েছেন তিনি। নিজের পারফরম্যান্সে কিছুটা হতাশ তিনিও। তবে এবারের অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগবে বলে আত্মবিশ্বাসী দেশের সেরা সাঁতারু।

“চেষ্টা করেছিলাম আরও একটু ভালো করার। তা হলো না। তবে এবারের অলিম্পিকের অভিজ্ঞতা ক্যারিয়ারে সামনের দিকে কাজে লাগবে।”

ইমরান ও সোনিয়ার ইভেন্ট দিয়ে এবারের অলিম্পিকসে বাংলাদেশের অভিযান শেষ হলো।

Exit mobile version