হুমকির মুখে পদত্যাগ করবো না- সালাউদ্দিন

ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পতনের সাথে সাথে পদত্যাগের হিড়িক পরেছে দেশের রাষ্ট্রীয়, সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে। যেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগেরও দাবি উঠেছে। তবে তিনি পদত্যাগ করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

সম্প্রতি বাংলাদেশ ফুটবল সমর্থকদের সবচেয়ে বড় সংগঠন আল্ট্রাস থেকে সালাউদ্দিনের পদত্যাগের দাবি উত্থাপন করা হয়। সেখানে বাফুফে সভাপতি ছাড়াও মাহফুজা আক্তার কিরন ও সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদীর পদত্যাগও চেয়েছে সংগঠনটি। যার জেরে ইতিমধ্যে পদত্যাগ করেছেন সালাম মুর্শেদী। তবে পদত্যাগ করতে রাজি নন সালাউদ্দিন।

বাফুফে সভাপতি দেশের একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘প্রথমত, বাংলাদেশ ফুটবল আল্টার্সের কী ভূমিকা ফুটবলে? আমি ঘোষণা দিয়েছি ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন হবে। আমি নির্বাচন করতে পারব কিনা তারা বলার কে? তাদের কে অধিকার দিয়েছে আমাকে হুমকি দেওয়ার?’

পদত্যাগ না করার সিদ্ধান্ত জানিয়ে সালাউদ্দিন আরও বলেন, ‘আমি পদত্যাগ করছি না। আমি আরও আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। আমি কোন হুমকির মুখে ফুটবল ছাড়ব না।’

Exit mobile version