প্রথম ম্যাচের মতোই ব্যর্থ লিওনেল মেসি। গোল পাননি, গোল করাতেও পারেননি। মেসির এই ব্যর্থতায় সঙ্গী হয়েছে তার দল ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় আজ সকালে অনুষ্ঠিত এমএলএস কাপের প্লে অফের দ্বিতীয় ম্যাচে আটলান্টা ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরেছে মায়ামি। এর ফলে প্লে অফের তিন ম্যাচের সিরিজের ফলাফল ১-১। আগামী ৯ নভেম্বর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। মায়ামি নিজেদের মাঠে খেলবে এ ম্যাচটি।
দুর্ভাগ্য মায়ামির। আগে গোল করেও জয়ের দেখা পায়নি তারা। ৪০ মিনিটে হেক্টর মার্টিনেজের গোলে এগিয়ে গিয়েছিল মায়ামি। কিন্তু দ্বিতীয়ার্ধে ডেরিক উইলিয়ামসের গোলে আটলান্টা সমতা ফিরিয়ে আনে। ম্যাচ যখন টাইব্রেকারে গড়াবে তখনই স্বাগতিক দল বড় চমকটা দেখায়। ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে ঝান্ডে সিলভা মায়ামির সমর্থকদের হৃদয় ভেঙ্গে দেন। গোল করে আটলান্টাকে জয় এনে দেন।
৮৯ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে ঝান্ডে মাঠে আসেন। কয়েক মিনিটে হয়ে গেলেন নায়ক। ইন্টার মায়ামির বিপদ সীমানার তিন গজ দূরে সতীর্থের কাছ থেকে বল পেয়েছিলেন ঝান্ডে। বল নিয়ন্ত্রণে নিয়েই ড্রিবলিং করে ঢুকে পড়েন মায়ামির বিপদ সীমানায়। তারপর জোরালো শটে গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডারকে পরাভূত করেন। ঝঁপিয়ে পড়েও দলকে গোলের হাত থেকে রক্ষা করতে পারেননি ড্রেক।
ড্রেকের গোলের আগে লিওনেল মেসি দলকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। তার শট বারের ওপর দিয়ে বাইরে চলে যায়। মায়ামি এগিয়ে যাওয়ার সুযোগ হারায়। লুইস সুয়ারেজও এ ম্যাচে ভালো করতে পারেননি। দুই তারকার ব্যর্থতায় মায়ামি হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।